সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চূড়ান্ত নাটকের পর শেষমেশ ঘর ওয়াপসি ঘটল হার্দিক পাণ্ডিয়ার। রবিবার দীর্ঘ দড়ি টানাটানির পর গুজরাট টাইটান্সকে বিদায় জানিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন ভারতীয় অলরাউন্ডার। সব ঠিকঠাক থাকলে রোহিত শর্মার নেতৃত্বেই আগামী মরশুমে মুম্বইয়ের জার্সিতে খেলবেন তিনি। নিজের পুরনো দলে ফেরার পর সোমবার প্রথমবার মুখ খুললেন হার্দিক।
আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়েই গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক (Hardik Pandya)। দ্বিতীয়বারও দলকে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর অধিনায়কত্ব নজর কেড়েছিল। কিন্তু আগামী মরশুমে হয়তো আর সেই ভূমিকায় দেখা যাবে না তাঁকে! কারণ ২০২৪-এর আইপিএলে রোহিতকেই অধিনায়ক হিসেবে চাইছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। তবে হার্দিককে সঙ্গে পেলে দল যে আরও শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন উঠছে, এহেন দুর্দান্ত নেতৃত্ব ছেড়ে কেন মুম্বই ফেরার সিদ্ধান্ত নিলেন হার্দিক?
[আরও পড়ুন: হার্দিক জমানার ইতি, গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক শুভমান গিল]
না, এখনও পর্যন্ত এ বিষয়ে স্পিকটি নট তারকা অলরাউন্ডার। তবে গুজরাট টাইটান্স জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজির কাছে নিজের পুরনো দলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছিলেন হার্দিক। গুজরাট তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়েছে। আর মুম্বইয়ে সই করার পর প্রথমবার X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে নিজের মনের কথা জানালেন হার্দিক। ভিডিওতে দেখা যাচ্ছে, আইপিএল কেরিয়ারের একেবারে গোড়ার দৃশ্য। যেখানে নিলামে মুম্বই তাঁকে দলে নিয়েছিল। তার পর সাতটা মরশুম দাপিয়ে খেলেছেন। ট্রফি জিতেছেন। সেই সব স্মৃতি তুলে ধরেই হার্দিক লিখেছেন, “এই ভিডিওতে সব সুন্দর স্মৃতিগুলো ফিরে এসেছে। মুম্বই, ওয়াংখেড়ে। কামব্যাক করে দারুণ লাগছে। আমরা এক পরিবার।” তবে গুজরাট নিয়ে কিছুই বলেননি তিনি।
তবে নেতৃত্ব ছেড়ে হার্দিকের মুম্বই যাওয়ার সিদ্ধান্তে খুশি নন আকাশ চোপড়া। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দাবি, এই সিদ্ধান্ত তারকার কেরিয়ারের জন্য ভালো পোস্টার নয়। এক সাক্ষাৎকারে আকাশ বলেন, “তুমি অধিনায়কত্ব করতে চেয়েছিলে বলেই গুজরাটে যোগ দিলে। এবং তারই সৌজন্যে ভারতীয় দলে টি-২০ অধিনায়ক হতে পারলে। মুম্বইতে আপাতত তুমি নেতৃত্ব দিতে পারবে না। কারণ সেখানে রোহিত আছে। কিন্তু তুমি তারপরও ভারতের অধিনায়কত্ব করতে চাইবে। সেটা ঠিক নয়।” তবে নিজের সিদ্ধান্ত নিয়ে হার্দিক মুখ না খোলা অবধি কৌতূহল থেকেই যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের।