shono
Advertisement

Haris Rauf: হ্যারিস রউফের সঙ্গে পাক বোর্ডের বেজায় ঝামেলা! কোন বিতর্কে জড়ালেন তারকা পেসার?

পাকিস্তান ক্রিকেটে ফের ডামাডোল।
Posted: 01:42 PM Nov 21, 2023Updated: 02:23 PM Nov 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান (Pakistan) ক্রিকেট এবং বিতর্ক, একেবারে সমার্থক। বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভরাডুবির জন্য বাবর আজম (Babar Azam) অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই বিতর্ক মিটতে না মিটতেই, এবার শুরু হল নতুন বিতর্ক। এবং এই নতুন বিতর্কে কেন্দ্রে রয়েছেন দলের আর এক তারকা ক্রিকেটার হ্যারিস রউফ (Haris Rauf)। কাপ যুদ্ধে এই পেসারের পারফরম্যান্স সবচেয়ে খারাপ ছিল। এহেন হ্যারিস রউফ এবার অস্ট্রেলিয়া সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেইজন্য হ্যারিসের উপর বেজায় চটেছেন জাতীয় দলের নতুন মুখ্য নির্বাচক ওয়াহাব রিয়াজ (Wahab Riaz)। প্রাক্তন পেসার ওয়াহাব রিয়াজের মতে হ্যারিসের এমন সিদ্ধান্তের জন্য অজি সফরে ক্ষতির মুখে পড়বে দল।

Advertisement

হ্যারিসের এই বিতর্কিত ইস্যু নিয়ে ওয়াহাব রিয়াজ বলেছেন, “হ্যারিস রউফের সঙ্গে আলোচনা করার পরেই ওকে দলে রাখা হয়েছে। দুদিন আগেও যখন কথা হয় তখন টেস্ট খেলার সম্মতি জানিয়েছিল। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে হ্যারিস ওর সিদ্ধান্ত বদল করেছে। আসন্ন টেস্ট সিরিজে ও খেলবে না জানিয়ে দিয়েছে। আমরা হ্যারিসের সঙ্গে কথা বলি। ও শরীর এবং ফিটনেস নিয়ে চিন্তিত ছিল। ওয়ার্কলোড নিয়েও চাপে ছিল হ্যারিস। আমি এবং মহম্মদ হাফিজ ওর সঙ্গে বসেছিলাম। ওকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা এমন কথা বলেছিলাম যে, ‘তুমি যদি অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স না করতে পার আমরা সেটা মেনে নেব।’ কিন্তু এর পরেও হ্যারিস অস্ট্রেলিয়া সফরে না যাওয়ার কথা জানিয়ে দিল! এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়।”

[আরও পড়ুন: ‘অজিদের বিরুদ্ধে ফাইনালে হারলেও, সঠিক পথেই এগোচ্ছে ভারত’, অকপট আক্রম]

ওয়াহাব রিয়াজ ফের বলেন, “এই মুহূর্তে হ্যারিসের ফিটনেসের কথা মাথায় রেখে ১০-১২ ওভার বোলিং করতে বলেছিলাম। কারণ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ওর মাঠে থাকা খুবই জরুরি। তাছাড়া এই মুহূর্তে ১৪০ কিমি গতিবেগে বল করতে পারা আমাদের তিন পেসার এই মুহূর্তে চোটের কবলে রয়েছে। তাই হ্যারিসের সার্ভিস আরও বেশি প্রয়োজন ছিল। কিন্তু হ্যারিস নিজের মতো করে সিদ্ধান্ত নিল। এটা কাম্য নয়।”

বিশ্বকাপের আগে থেকে টানা ক্রিকেট খেলে যাচ্ছে পাকিস্তান। প্রায় প্রতি সিরিজেই হ্যারিস রউফ ছিলেন দলের অন্যতম সদস্য। কিন্তু পিসিবি-র দাবি অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সফরে হ্যারিস রউফের না থাকার জন্য দলে প্রভাব পড়বে। ফলে এই ইস্যু নিয়ে যে পাক ক্রিকেটে ফের নতুন বিতর্ক শুরু হল, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: কাপযুদ্ধ হেরে কোন ‘কাছের মানুষ’কে পাত্তা দিলেন না বিরাট? দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement