shono
Advertisement

Tokyo Paralympics 2020: ভারতের ঝুলিতে দ্বিতীয় পদক, হাই জাম্পে রুপো নিশাদ কুমারের

টুইটে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Posted: 05:47 PM Aug 29, 2021Updated: 06:10 PM Aug 29, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও (Tokyo) প্যারালিম্পিক্স (Paralympics 2020) থেকে আরও একটি পদক এল ভারতের ঝুলিতে। একই দিনে দ্বিতীয়বার। টেবিল টেনিসে ভবিনাবেন প্যাটেলের পর এবার হাই জাম্পে পদক পেলেন নিশাদ কুমার। রবিবারের ফাইনালে রুপো পেলেন তিনি। তাঁকে ইতিমধ্যে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

Advertisement

এদিন পুরুষদের T47 হাই জাম্পের ফাইনালে ২.০৬ মিটার উঁচুতে লাফান নিশাদ। যার ফলে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে তিনি দ্বিতীয় স্থানে উঠে আসেন। শেষপর্যন্ত ওই পজিশনেই থাকায় রুপো পান তিনি। অল্পের জন্য হাতছাড়া হয় সোনার পদক। শুধু তাই নয়, এশিয়ান রেকর্ডও গড়েন ভারতীয় অ্যাথলিট।

[আরও পড়ুন: Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সাফল্যের পথে বয়স বাধা হবে না তো?]

ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন নিশাদ কুমারকে।তিনি লিখেছেন, “টোকিও থেকে দুর্দান্ত খবর এসেছে। নিশাদ কুমার পুরুষদের হাই জাম্প T47-এ রুপো পেয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা।”

এর আগে এদিন সকালে টেবিল টেনিসে রুপো জিতেছেন ভবিনাবেন প্যাটেল। এদিন টেবিল টেনিসের ক্লাস ৪ ইভেন্টের মহিলা সিঙ্গলসের চূড়ান্ত লড়াইয়ে চিনের ঝউ ইংয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গেই শুরুটা করেছিলেন ভারতীয় তারকা। কিন্তু প্রতিপক্ষের আক্রমণাত্মক ভঙ্গির সামনে টিকতে পারেননি। তাঁর পারফরম্যান্সের ঝাঁজেই স্বপ্নভঙ্গ হয়।প্যারালিম্পিকে প্রথমবারের জন্য অংশ নেওয়া প্যাটেলকে এক ইঞ্চিও জমি ছাড়েননি ঝউ ইং। ৩-০ স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে সোনা জিতে নেন তিনি। ইংয়ের পক্ষে ম্যাচের ফল ১১-৭, ১১-৫, ১১-৬। তবে ততক্ষণে ইতিহাস গড়া হয়ে গিয়েছে প্যাটেলের। টোকিও অলিম্পিকে যেমন ভারোত্তোলক মীরাবাঈ চানুর (Mirabai Chanu) হাত ধরেই প্রথম পদকটি পেয়েছিল ভারত, ঠিক সেভাবেই প্যারালিম্পিকেও রুপো জিতে নয়া মাইলস্টোন তৈরি করেছিলেন গুজরাটের টেবিল টেনিস খেলোয়াড়।

[আরও পড়ুন: Maan Ki Baat: কেন ‘খেলরত্নে’ রাজীব গান্ধীকে সরিয়ে ধ্যানচাঁদের নাম? ক্রীড়াদিবসে বোঝালেন মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement