সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে চোট পাওয়ার পর থেকেই আলোচনা চলছিল, কবে দলে ফিরবেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। কিন্তু সেটা আর হল না। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার (South Africa) ম্যাচের আগেই যাবতীয় জল্পনায় ইতি পড়েছিল। বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। এমন খবর প্রকাশ্যে আসার পরেই সোশাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট করেছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার। কিন্তু কেন বাদ গেলেন হার্দিক? সেটাই এবার জানা গেল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা এই ইস্যুতে বলেছেন, “হার্দিকের পায়ের কোনও অংশ ভেঙে যায়নি। এটা আমরা আগেও বলেছি। তবে ওর গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে। মনে রাখবেন এমন চোট কিন্তু ইঞ্জেকশন দিয়ে সারবে না। এমনকি এই চোট নিয়ে বোলিং করাও সম্ভব নয়। তাই ওকে বিশ্রাম নিতে বলা হয়েছে।”
[আরও পড়ুন: এভাবেও ঈশ্বরকে ছোঁয়া যায়…, ক্রিকেটের নন্দনকাননেই ওয়ানডে-তে ৪৯তম সেঞ্চুরি কোহলির]
এদিকে কাপ যুদ্ধ থেকে বাদ গিয়েই এরপরই নিজের X হ্যান্ডেলে হার্দিক লিখেছিলেন, ‘বিশ্বকাপে আর নেই, বিষয়টা হজম করতেই কষ্ট হচ্ছে। তবে দলের সঙ্গে সবসময় থাকব। প্রত্যেক ম্যাচে, প্রটি বলে তাদের উৎসাহ দেব। আপনাদের সকলের শুভকামনা, ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই দলটা স্পেশাল। আশা করছি, আপনাদের গর্বিত করতে পারব।’
হার্দিকের ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা। তাঁর বিদায়ে মন খারাপ ক্রিকেটপ্রেমীদেরও। হার্দিকের পরিবর্ত হিসেবে ঘোষিত হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণর নাম। তবে হার্দিকের বিশ্বাস, টুর্নামেন্টে যেমন দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া, তাঁকে ছাড়াও সেভাবেই এগিয়ে যাবে।