সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের (India) মাটিতে পা রাখার পরেই নাকি তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। পাকিস্তানের (Pakistan) সুপার ফ্যান ‘বসির চাচা’ (Bashir Chacha) নাকি হায়দরাবাদ বিমানবন্দরে (Hyderabad Airport) নামতেই তাঁকে আটকে রেখে জিজ্ঞাসবাদ করেছিল পুলিশ। বিমানবন্দরে থাকা পুলিশের সঙ্গে তাঁর কথাবার্তার কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল হয়ে যায়। যদিও আমেরিকা নিবাসী ‘শিকাগো চাচা’ নামে পরিচিত ক্রিকেট সমর্থকের দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তার করা হয়নি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ‘বসির চাচা’ বলেন, “গ্রেপ্তার তো অনেক দূরের কথা। আমাকে পুলিশ জিজ্ঞাসবাদ পর্যন্ত করেনি। পাকিস্তান ক্রিকেট দল যে সময় বিমানবন্দরে পা রেখেছিল, ঠিক সেই সময় আমি সেখানে চলে গিয়েছিলাম। নিজের দলকে সমর্থন জানানোর জন্য। আমি নিজের দেশের জাতীয় পতাকার আদলে একটি জামা পরে ছিলাম। সঙ্গে ছিল পাকিস্তানের পতাকা। আমাকে দেখা মাত্রই উত্তেজনা ছড়িয়ে যায়। ব্যাপারটা যাতে হাতের বাইরে না চলে যায়, সেটা ভেবেই আমাকে পুলিশ ডেকে নিয়েছিল। তবে দল বিমানবন্দর ছাড়তেই পুলিশ আমার পতাকা ফিরিয়ে দেয়। সব মিলিয়ে আমাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল।”
[আরও পড়ুন: ‘বিশ্বকাপ জিতলেই বিরাটের অবসর নেওয়া উচিত!’ কেন এমন চমকে দেওয়া মন্তব্য করলেন এবি ডিভিলিয়ার্স?]
যারা ক্রিকেট ভালোবাসেন, যারা ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন, তাঁরা সকলেই এক কথায় এই ভদ্রলোককে চেনেন। এহেন পাক বংশোদ্ভূত ‘বসির চাচা’ থাকেন আমেরিকার শিকাগো শহরে। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) থেকে বিরাট কোহলি (Virat Kohli) সবাই ওঁকে চেনেন। তবে খবর রটে গিয়েছিল এহেন ‘বসির চাচা’-কে নাকি পুলিশ গ্রেপ্তার করেছিল। ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা নিয়ে ওড়ানোর অপরাধে তাঁকে হায়দরাবাদ বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসবাদ করা হয়েছিল। যদিও সেই ঘটনা অস্বীকার করলেন তিনি।
শেষবার ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। এর দীর্ঘ সাত বছর পর ফের চিরপ্রতিদ্বন্দ্বী দেশে পা রেখেছে ‘সবুজ বাহিনী’। নিজামের শহরে পা রেখেই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত পাক তারকারা। প্রতিবেশী দেশের ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য,তাঁদের স্বাগত জানানোর জন্য রাতের দিকে হায়দরাবাদ বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়।
[আরও পড়ুন: বড় ধাক্কা খেল কিউইরা, বাটলার-স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে নেই উইলিয়ামসন! কিন্তু কেন?]
তবে ‘বসির চাচা’ ভারতের মাটিতে তাঁর দেশের পতাকা ওড়াতেই বদলে গিয়েছিল পরিস্থিতি। এখানে জানিয়ে রাখা ভালো ‘বসির চাচা’-র ভারতযাত্রা কিন্তু এই প্রথম নয়। এর আগে ২০১১ সালের বিশ্বকাপ, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ভারতে এসেছিলেন। এবং সব জায়গায় তাঁকে পাকিস্তানের পতাকা হাতে দেখা গিয়েছিল।
৬ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচও হায়দরাবাদে। এরপর আহমেদাবাদে উড়ে যাবে পাকিস্তান। ১৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমের দল।