সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার ‘নয়ে নয়’ করে চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) নিজেদের আরও শক্তিশালী প্রমাণিত করল টিম ইন্ডিয়া (Team India)। ব্যাটিং-বোলিং সব বিভাগেই অপ্রতিরোধ্য ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। সিনিয়র থেকে জুনিয়র, সব ক্রিকেটারের মুখে একটাই কথা। ড্রেসিংরুমের পরিবেশ দারুণ। সবার লক্ষ্য সেমিফাইনালের বাধা টপকে যাওয়া। এমন প্রেক্ষাপটে নেদারল্যান্ডসকে (Netherlands) ১৬০ রানে হারানোর পর উড়িয়ে দেওয়ার পর এমন চমক দেখা যাবে কে জানত! অভিনব উপায়ে সবাইকে চমকে দিয়ে এবার ‘সেরা ফিল্ডার’ হলেন সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)! মজার এই ভিডিও সোশাল মিডিয়াতে পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
ডাচদের বিরুদ্ধে সেরা ফিল্ডারদের তালিকায় ছিলেন মোট তিনজন। তবে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), লোকেশ রাহুলকে (Lokesh Rahul) ছাপিয়ে এবার সেরা ফিল্ডারের তকমা পেলেন স্কাই। প্ল্যাকার্ডের মাধ্যমে সূর্যের নাম দেখানো হতেই সেলিব্রেশন শুরু হয়ে যায়। ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ (T Dilip) বলেন, “সেরা ফিল্ডারের নাম ঘোষণায় এবার কিছু বদল আনা হল। আমরা সাধারণত ড্রেসিংরুমের বাইরে গিয়ে জয়ীর নাম ঘোষণা করি। তবে এবারের ঘোষণা মাঠে করে দেওয়া হবে।”
[আরও পড়ুন: বিশ্বকাপে গ্লাভস হাতে লোকেশ রাহুলই সেরা, জানিয়ে দিলেন তারকা উইকেটকিপার]
তিনি ফের যোগ করেছেন, “একজন বিশেষ অতিথি মেডেল তুলে দেবে। যে লোকচক্ষুর অন্তরালে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সে ফিল্ডিংয়ে ও আমার ডান কাঁধ, আমার সবকিছু। আজ মেডেল তুলে দেবে নুয়ান।’ টি দিলীপের মন্তব্য শুনে হাততালি দিতে থাকেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনরা।
সেই পরিস্থিতিতে সবাই ভেবেছিলেন যে জায়ান্ট স্ক্রিনে সেরা ফিল্ডারের নাম ভেসে উঠবে। কিন্তু সেটা হয়নি। বরং বড়পর্দায় দেখানো হয় যে ‘ডিসিশন পেন্ডিং’। তার পর মাঠের মধ্যে প্ল্যাকার্ড তুলে ‘SURYA’-র নাম তুলে ধরা হয়। সেজন্য পাঁচজন ছিলেন। প্রথমজনের হাতে ছিল ‘S’ লেখা প্ল্যাকার্ড। বাকিদের হাতে U, R, Y এবং A লেখা প্ল্যাকার্ড ছিল। এর পর গ্রাউন্ডসম্যানদের সঙ্গে ছবি তোলেন সূর্য।
দলে একাত্মবোধ বাড়াতে চলতি কাপ যুদ্ধে সেরা ফিল্ডারকে পুরস্কার দেওয়ার নিয়ম চালু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই তালিকায় বিরাট, কে এল রাহুল, জাদেজা, শার্দুল ঠাকুর, শ্রেয়স, রোহিতের নাম ছিল। এবার সেই তালিকায় নাম তুলে নিলেন স্কাই।