সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গু থেকে সেরে উঠে আহমেদাবাদে পৌঁছলেন শুভমান গিল (Shubman Gill)। মাস্ক পরে বিমানবন্দর থেকে বেরতে দেখা যায় ভারতীয় তারকাকে। অসুস্থতার কারণে বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। প্লেটলেট কমে যাওয়ায় হাসপাতালেও ভর্তি করতে হয় শুভমানকে। তবে আহমেদাবাদ পৌঁছলেও পাকিস্তান ম্যাচে ভারতীয় ওপেনার আদৌ খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। প্রসঙ্গত, ১৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)।
বিশ্বকাপ শুরুর বেশ কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েন শুভমান। পরীক্ষা করে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। বেশ খারাপ হয়ে যায় তাঁর শারীরিক অবস্থা। প্লেটলেট কমে গিয়ে হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। তবে সাময়িকভাবে উদ্বেগ তৈরি হলেও পরের দিনই হাসপাতাল থেকে শুভমানকে ছেড়ে দেওয়া হয়। হোটেলেই চিকিৎসার পরে সেরে ওঠেন তিনি।
[আরও পড়ুন: মহাযুদ্ধের আগে মৈত্রী! ভিসা জট কেটে ভারতে আসার পথে পাক সাংবাদিকরা]
বুধবারই চেন্নাই থেকে আহমেদাবাদ পাঠিয়ে দেওয়া হয় শুভমানকে। রাতের দিকে বিমানবন্দরে পৌঁছন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মাস্ক পরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বেরচ্ছেন ভারতীয় ওপেনার। তাঁকে দেখে একেবারে সুস্থ বলেই মনে হচ্ছে বলে মত নেটিজেনদের। পাক ম্যাচে শুভমান খেলবেন বলেই আশা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
তবে বিশেষজ্ঞদের অনুমান, আপাতত সুস্থ হলেও পাকিস্তানের বিরুদ্ধে হয়তো খেলতে পারবেন না ওপেনার। কারণ ডেঙ্গু থেকে সেরে উঠে দীর্ঘসময় ধরে ফিল্ডিং বা ব্যাটিং করা খুবই কঠিন। তবে পরের ম্যাচ থেকে ফের চেনা ছন্দে দেখা যাবে তারকা ওপেনারকে, সেটাই আশা ক্রিকেটপ্রেমীদের।