shono
Advertisement

ইন্টারকন্টিনেন্টাল কাপের শিবিরে ৪১ জনকে বাছলেন স্টিমাচ, ডাক বিশালকে  

শিবিরে ডাক পেয়েছেন মোহনবাগানের আট ফুটবলার।
Posted: 10:15 AM May 05, 2023Updated: 01:33 PM May 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে (ISL) দুরন্ত খেলে সেরা গোলকিপার হয়েছিলেন মোহনবাগানের বিশাল কাইথ (Vishal Kaith)। কিন্তু তিনি গত জাতীয় শিবিরে ডাক পাননি। ইম্ফলের ত্রিদেশীয় টুর্নামেন্টে ইগর স্টিমাচের (Igor Stimac) দলে দেখা যায়নি সদ্য আইএসএলে গোল্ডেন গ্লাভস পাওয়া বিশালকে। তাঁর ডাক না পাওয়ার পর আলোচনা হয়েছিল সর্বত্র। সেই বিশাল কাইথকে অবশেষে জাতীয় শিবিরে ডাকলেন জাতীয় কোচ স্টিমাচ।

Advertisement

জাতীয় শিবিরে ডাক না পেয়ে মনখারাপ হলেও তা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেননি মোহনবাগান গোলকিপার। কিন্তু তাঁরই ক্লাব-সতীর্থ শুভাশিস বসু ক্ষোভ লুকিয়ে রাখেননি। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান ক্লাবে এসে ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি। আপাতত বিশাল, শুভাশিসের ক্ষোভ মিটতে চলেছে। বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টাল কাপের আগে জাতীয় শিবিরে ৪১ জনকে ডেকেছেন স্টিমাচ। সেই তালিকায় বিশাল-শুভাশিস ছাড়াও আছে প্রীতম কোটাল, ঋত্বিক দাস, রহিম আলির মতো বাঙালি ফুটবলারের নাম।

[আরও পড়ুন: ‘বাবা বললেই চেকবুকে সই’, সব দায় অনুব্রতর ঘাড়ে ঠেললেন সুকন্যা! ইডির চার্জশিটে চাঞ্চল্য]

এবারের শিবিরে সুনীল ছেত্রী, মনবীর সিংদের পাশাপাশি ডাক পেয়েছেন ঈশান পন্ডিতা, শিবশক্তিরা। মাঝমাঠে মোহনবাগানের লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ সিং-সহ মোট কুড়ি ফুটবলার ডাক পেয়েছেন। তবে তালিকায় নাম নেই ব্রেন্ডন ফার্নান্ডেজের মতো তারকার। জানা গিয়েছে, পারিবারিক সমস্যার জন্য তাঁকে ডাকা হয়নি। বিশাল, গুরপ্রীত-সহ চার গোলকিপারকে ডাকা হয়েছে ভুবনেশ্বরে। অবশ্য কলকাতায় এসে বাগানের তরুণ ফুটবলার কিয়ান নাসিরির প্রশংসা করলেও তাঁকে শিবিরে ডাকেননি স্টিমাচ।

কিছুদিন ধরেই কোচ স্টিমাচ বড় মাপের শিবির আয়োজনের কথা বলছিলেন। এই শিবিরে তিনি এক পজিশনের একাধিক ফুটবলারকে দেখে নিতে চান। তাই কলকাতার শিবিরে ডাক না পাওয়া ১৩ জন ফুটবলারকে এবারের শিবিরে ডেকেছেন স্টিমাচ। ডাক পাওয়া ফুটবলারদের ১৫ মে-র মধ্যে ভুবনেশ্বরে পৌঁছতে বলা হয়েছে। এই শিবিরের পরেই ওড়িশাতেই ইন্টার কন্টিনেন্টাল কাপ হতে চলেছে। ভারত সহ চার দেশের এই প্রতিযোগিতা চলবে ৯-১৮ জুন। ইন্টার কন্টিনেন্টাল কাপের পরেই বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ হবে। স্টিমাচ আপাতত আগামী বছর কাতারে হতে চলা এএফসি এশিয়ান কাপ নিয়েই ভাবছেন। এবছর ইন্টার কন্টিনেন্টাল কাপ, সাফ চ্যাম্পিয়নশিপকে তারই প্রস্তুতি হিসাবে দেখছেন তিনি। তাই সাফ চ্যাম্পিয়নশিপেও ভালো মানের দলকে আনার চেষ্টা চালানো হচ্ছে।

[আরও পড়ুন: শিমলা পুরনিগমের নির্বাচনে বড় জয় কংগ্রেসের, ‘এবার কর্ণাটকের পালা’, বলছেন রাহুল গান্ধী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement