ভারত অনূর্ধ্ব ১৯: ১৮৮ (মুরুগন অভিষেক ৬২, মুশির খান ৫০, মারুফ মৃধা ৪/৪১)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯: ১৮৯/৬ (আরিফুল ইসলাম ৯৪, আহার আমিন ৪৪, নমন তিওয়ারি ৩/৩৫)
বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan U 19) পর এবার বাংলাদেশের (Bangaldesh U 19) বিরুদ্ধে হার। লজ্জাজনক ক্রিকেট ‘উপহার’ দিয়ে চলতি যুব এশিয়া কাপ (Under 19 Asia Cup 2023) থেকে খালি হাতেই বিদায় নিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল (India U 19)। দ্বিতীয় সেমিফাইনালে ব্যাটে-বলে দাপট দেখায় টাইগার্সরা। ফলে ৪ উইকেটে হেরে যায় ভারত।
এদিকে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহি। ফলে ১৭ ডিসেম্বর মেগা ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে সংযুক্ত আরব আমিরশাহি। এর আগে ২০১৯-২০ মরশুমে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালেও (Under 19 World Cup Final) বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বিপক্ষের অধিনায়ক মহাফুজুর রহমান রাব্বি। বল হাতে বাইশ গজে জ্বলে ওঠেন বাঁহাতি জোরে বোলার মারুফ মৃধা। তিনি ৪১ রানে ৪ উইকেট নেন। মূলত তাঁর দাপটেই ভারতের টপ অর্ডার থেকে মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেখ পরভেজ জীবন ২৯ রানে ২ ও রহনাত বর্ষণ ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন। ভারতের হয়ে মুরুগন অভিষেক ৬২, মুশির খান ৫০ রান করেন। ফলে কোনওমতে স্কোরবোর্ডে ওঠে ১৮৮ রান।
বর্তমানে মারকাটারি ক্রিকেটের যুগে ১৮৯ রান তাড়া করে জেতা মোটেও কঠিন নয়। তবুও ভারতের বোলার ও ফিল্ডারদের দাপটে একটা সময় মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। যদিও প্রবল চাপের মুখে চতুর্থ উইকেটে ১৭২ রান যোগ করেন আরিফুল ইসলাম ও আহার আমিন। আর সেখানেই ঘুরে যায় খেলা। আর তাই শেষ দিকে আরিফুল ৯০ বলে ৯৪ (৯x৪, ৪X৬) করে আউট হন। আহার করেন ১০১ বলে ৪৪ রান। আর তাই নমন তিওয়ারি ৩৫ রানে ৩ উইকেট নিলেও, সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না।