shono
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন? টেস্ট সিরিজের আগে সোজাসাপ্টা জবাব রোহিতের

ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন রোহিত শর্মা।
Posted: 04:10 PM Dec 25, 2023Updated: 04:33 PM Dec 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023) চলার সময়ই প্রশ্নটা ঘুরেফিরে বারবার আসছিল। ২০২৪ সালের জুনে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) কি খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma)? শুধু তাই নয়, রোহিত ২০ ওভারের কাপযুদ্ধ খেললে তিনিই কি টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কত্ব করবেন? নাকি দলের দায়িত্ব হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) হাতে তুলে দেওয়া হবে? প্রশ্নটা ভারতীয় ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে। এবার সেই প্রশ্নের জবাব দিলেন হিটম্যান।

Advertisement

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত। সেখানে এই ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, “একজন ব্যাটার হিসেবে আমার কাছে যে সুযোগ আসবে দুই হাত বাড়িয়ে সেটা নেব। এর চেয়ে এই মুহূর্তে কিছু বলার নেই।” রোহিতের জবাব শুনে এক সাংবাদিক ফের প্রশ্ন করেন, “আপনি কি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন?” হাসিমুখে রোহিতের জবাব ছিল, “আপনার কী জানতে চাইছেন সেটা খুব ভালো বুঝতে পারছি। তবে এখন কিছু বলতে চাই না। সঠিক সময় সব জানতে পারবেন।”

[আরও পড়ুন: অবিশ্বাস্য! হার্দিককে দলে নেওয়ার জন্য গুজরাটকে ১০০ কোটি ট্রান্সফার ফি দিয়েছে মুম্বই!]

বিশ্বকাপে হারের ক্ষত এত সহজে ভুলে যাওয়া সম্ভব নয়। সেটাও প্রোটিয়াদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে নামার আগে মনে করিয়ে দিলেন হিটম্যান। তিনি যোগ করেন, “বিশ্বকাপের ফাইনালে হারের আগে পর্যন্ত ১০টি ম্যাচ আমরা দারুণ পারফরম্যান্স করেছিলাম। সেইজন্য কাপযুদ্ধের ফাইনাল হেরে যাওয়া আরও যন্ত্রণার। যদিও আমরা ফাইনালে বেশ কিছু ভুল করেছি। তবে সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। জীবন তো থেমে থাকে না। তাই আমাদেরও এগিয়ে যেতে হবেই।”

দক্ষিণ আফ্রিকা মানেই জোরে বোলারদের স্বর্গরাজ্য। সেটা রোহিত জানেন। গত কয়েক বছর রামধনুর দেশে সফর করার সুবাদে জানেন যে, সেই দেশে পিচ ও আবহাওয়ার চরিত্র কেমন? দক্ষিণ আফ্রিকার মাটিতে কিন্তু রোহিত একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১৩ থেকে ২০১৮, দুবার প্রোটিয়াদের দেশে গিয়ে ৪ টেস্টের ৮ ইনিংসে রোহিতের রান মাত্র ১২৩। সর্বাধিক ৪৭। গড় ১৫.৩৭। তবুও আত্মবিশ্বাসী রোহিত বলছেন, “আমার মতে এখানে ব্যাটাররা মাথাঠান্ডা রেখে ক্রিজে সময় কাটাতে পারলে রান আসবেই। কারণ ঘাসে ভরা প্রাণবন্ত পিচের জন্য বল খুব দ্রুত ব্যাটে আসে। তাই রান করা সহজ। তবে এটাও মাথায় রাখতে হবে যে, কোনও ব্যাটার ৭০ কিংবা ১০০ রানে ব্যাট করলেও, সে কিন্তু সুরক্ষিত নয়। কারণ ইংল্যান্ডের মতো এখানেও বল সবসময় সুইং করে। তাই এখানেই উইকেট বাঁচিয়ে খেলার চেয়ে আগ্রাসী মেজাজে ব্যাট করা অনেক ভাল।”

১৯৯২-৯৩ মরশুম থেকে এখনও পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা মাত্র ৪টি ম্যাচ জিতেছে ভারত। এরমধ্যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১-১২ মরশুমে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাট কোহলির নেতৃত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে ফের টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবার কি রোহিতের অধিনায়কত্বে ভারতীয় দল ইতিহাস গড়তে পারবে? আর কয়েক সপ্তাহের অপেক্ষা।

[আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ‘শত্রু’-কে খুঁজে বের করলেন অশ্বিন! কে সেই ব্যক্তি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement