সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বছর পর ইডেনে ফিরল টেস্ট ক্রিকেট। হালকা শীতে গ্যালারিতে বসে হাড্ডাহাড্ডি ক্রিকেট ম্যাচের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। প্রথম দিনের প্রথম ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার দুরন্ত ব্যাটিং, তারপর জশপ্রীত বুমরাহর আগুনে বোলিং। সবমিলিয়ে শুক্রবারের ইডেনের প্রথম সেশনে ক্রিকেটীয় বিনোদন ভরপুর। তবে হাড্ডাহাড্ডি দ্বৈরথে আপাতত অ্যাডভান্টেজ ভারত (IND vs SA)।
শুক্রবার ক্রিকেটের নন্দনকাননেও টস হারেন ভারত অধিনায়ক শুভমান গিল। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। যেমনটা প্রত্যাশিত ছিল। প্রথম একাদশে ৪ স্পিনারকে রেখে এদিন ইডেনে নেমেছে ভারত। বলা ভালো এক স্পিনার এবং ৩ স্পিন বোলিং অলরাউন্ডার সুযোগ পেয়েছেন। তবে ভারতকেই চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে সব ঠিকমতো চললে।
প্রথম দিনের শুরুটা একেবারে চ্যাম্পিয়নের মেজাজেই শুরু করেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী প্রোটিয়ারা। প্রথম ১০ ওভারে ৫৭ রান তুলে ফেলেন দুই ওপেনার এডেন মার্করাম এবং রায়ান রিকলটন। কিন্তু ১১ তম ওভারে মারকুটে মেজাজে থাকা রিকলটনকে ফেরান বুমরাহ। ১৩ তম ওভারে এসে আবারও বুমরাহ ম্যাজিক। এবার মার্করামকে তুলে নেন তারকা পেসার। দক্ষিণ আফ্রিকা দুই ওপেনারের সংগ্রহ যথাক্রমে ৩১ এবং ২৩।
বুমরাহর পরে ১৬তম ওভারে বল করতে এলেন কুলদীপ যাদব। নিজের প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ফেরালেন তারকা স্পিনার। মাত্র ৩ রান করেন তিনি। প্রথম দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৫ রান তিন উইকেট খুইয়ে। তবে যে ভঙ্গিতে রান তোলা শুরু করেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা, সেই গতিতে লাগাম পরিয়ে দিয়েছে ভারতের বোলিং লাইন আপ।
