সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের জন্য মহম্মদ শামি (Mohammed Shami) আগেই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এবার প্রোটিয়াদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ থেকে সরে দাঁড়ালেন ঈশান কিষান (Ishan Kishan)। ঠিক কোন কারণে টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার খেলবেন না, সেটা স্পষ্ট করে বলা হয়নি। তাঁর বদলি হিসেবে দলে এসেছেন কোনা শ্রীকর ভারত (KS Bharat)। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে টেম্বা বাভুমার (Temba Bavuma) দলের বিরুদ্ধে নামবে ভারত। এর পর ৩ জানুয়ারি আয়োজিত হবে সিরিজের দ্বিতীয় তথা টেস্ট।
তবে বিসিসিআইয়ের বিবৃতিতে লেখা রয়েছে, ‘ব্যক্তিগত কারণের জন্য ঈশান কিষান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন না। বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন ঈশান। তাঁর কারণকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঈশানের বদলে কোনা শ্রীকর ভারতকে সুযোগ দেওয়া হল।’
[আরও পড়ুন: ৫০০ উইকেট নিয়ে ওয়ার্নকে ছুঁলেন লিয়ন, পাকিস্তানকে ৩৬০ রানে হারাল অস্ট্রেলিয়া]
ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঈশানই বোর্ডকে আবেদন করেছিলেন তাঁকে যাতে টেস্ট থেকে ছুটি দেওয়া হয়। ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি ব্যাটার। তবে কেন ছুটি চেয়েছেন, সেটা উল্লেখ করা নেই। ওয়ান ডে সিরিজের আগে মেডিক্যাল এমারজেন্সির কারণে দীপক চাহার সরে দাঁড়িয়েছিলেন। ঈশানের ক্ষেত্রে কারণ ঠিক কী, সেটা এখনও ধোঁয়াশা। ঈশানের পরিবর্তে কোনা শ্রীকর ভারতকে টেস্ট স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শ্রীকর ভারতকে খেলানো হয়েছিল। পরের সিরিজেই বাদ পড়েন শ্রীকর। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল ঈশানের। দক্ষিণ আফ্রিকায় তিনিই ছিলেন প্রথম পছন্দের কিপার।
১৯৯২-৯৩ মরশুম থেকে এখনও পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা মাত্র ৪টি ম্যাচ জিতেছে ভারত। এরমধ্যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১-১২ মরশুমে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাটের অধিনায়কত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবার কি ভারতীয় দল ইতিহাস গড়তে পারবে? বিরাটের ব্যাট ফের একবার জবাব দেবে? আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, কোনা শ্রীকর ভারত (উইকেটকিপার)।