সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড টেস্ট খেলতে নামলেই ব্রাত্য থাকবেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)! বিরাট কোহলির (Virat Kohli) অধিনায়কত্বের আমলে এটাই অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। রোহিত শর্মা (Rohit Sharma) দায়িত্ব নেওয়ার পর অবস্থার তেমন বদল ঘটেনি। বিশ্ব টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের অধিনায়কত্বেই বাদ গিয়েছিলেন অশ্বিন। যদিও হরভজন সিং-ও (Harbhajan Singh) কিন্তু অশ্বিনের সঙ্গে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) খেলানোর দাবি জানালেন। ভাজ্জির বার্তা, সেঞ্চুরিয়ানের বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারাতে হলে, অশ্বিন ও জাদেজা দুই স্পিনারকেই দরকার। যদিও একাধিক প্রাক্তন আবার অশ্বিনের বদলে প্রথম একাদশে শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) দেখতে চাইছেন।
একটি ইউ টিউব চ্যানেলে ভারতের প্রাক্তন অফ স্পিনার বলেন, “আমার ধারণা বরাবরের মতো এবারও সেঞ্চুরিয়ানে গরম থাকবে। দক্ষিণ আফ্রিকার পিচ বরাবরের মতো শক্ত। সঙ্গে বাড়তি বাউন্স তো আছেই। তাই তিন পেস বোলারের সঙ্গে দুই স্পিনারকে খেলানো উচিত। দক্ষিণ আফ্রিকা যদি ভেবে থাকে অশ্বিন-জাদেজা জুটিকে অনায়াসে খেলে দেবে, তাহলে ওদের ধারণা একেবারেই ভুল। কারণ এই জুটি দুনিয়ার যে কোনও পিচে ভয়ংকর।”
প্রথম টেস্টের আগে হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও রোহিত টিম কম্বিনেশন নিয়ে মুখ খুলতে চাননি। অশ্বিন-জাদেজাকে একসঙ্গে খেলতে দেখা যাবে কিনা সেই প্রশ্ন করা হলে, কেউ মুখ খুলতে চাননি। যদিও ভাজ্জির মতো প্রাক্তন কিন্তু জাদেজার সঙ্গে অশ্বিনকে দেখতে চাইছেন।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন? টেস্ট সিরিজের আগে সোজাসাপ্টা জবাব রোহিতের]
এর আগে অবশ্য নিজের পছন্দের প্রথম একাদশ নিয়ে বেশ আত্মবিশ্বাসী হরভজন। তাঁর মতে, “সেঞ্চুরিয়ানে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। গত কয়েক বছর ধরে এটাই দেখে আসছি। তাই আমার মতে জাদেজার সঙ্গে অশ্বিনের খেলা উচিত।” একইসঙ্গে কোন তিন পেসারকে দেখতে চান সেটাও জানিয়েছেন তিনি। প্রাক্তন অফ স্পিনার ফের যোগ করেছেন, “জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ অটোমেটিক চয়েস। তবে তৃতীয় পেসার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখতে চাই।”
এদিকে প্রোটিয়াদের দেশে সুপার স্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানে টিম ইন্ডিয়ার রেকর্ড খুব মন্দ নয়। এই মাঠে এখনও পর্যন্ত ৩টি টেস্ট খেলেছে ভারতীয় দল। এরমধ্যে জয় ১টি টেস্টে। তাও আবার সেটা গত ২০২১-২২ মরশুমেই এসেছিল। গতবার বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়েছিল ভারত। এবারও বক্সিং ডে টেস্ট দিয়েই সিরিজের শুরু হচ্ছে। রোহিতের দল কি এবারও জয়ের মুখ দেখবে?
অশ্বিন ও জাদেজা জুটিকে প্রথম টেস্টে খেলতে দেখা যাবে কিনা সেটা সময় বলবে। তবে এর আগে দলের অনুশীলনে দুই অভিজ্ঞ স্পিনার অনেকটা সময় একসঙ্গে কাটালেন। নিজের X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন অশ্বিন। সেখানে দেখা যাচ্ছে দু’জন স্পিন বোলিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন।
এদিকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে গত টেস্ট সিরিজে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জসওয়াল। এই জুটিকেই প্রোটয়াসদের বিরুদ্ধে দেখতে চান ভাজ্জি। ব্যাটিং লাইনআপ নিয়ে প্রশ্ন উঠতেই তিনি ফের বলেন, “শুভমান তিন ও বিরাট চার নম্বরে খেলবে। এর পর আসুক কেএল রাহুল ও শ্রেয়স। সাত ও আট নম্বর জাদেজা এবং অশ্বিনের জন্য বরাদ্দ থাকুক।”
ভাজ্জির পছন্দের প্রথম একাদশে কোনা শ্রীকর ভারতের জন্য কোনও জায়গা নেই। ফলে বেশ বোঝা যাচ্ছে উইকেটকিপার হিসেবে তিনি কেএল রাহুলকেই চাইছেন। গত কয়েকটি সীমিত ওভারের সিরিজে একনাগাড়ে কিপিং করছেন কেএল রাহুল। তবে টেস্টে তাঁর কিপিং করার অভিজ্ঞতা নেই। এর মধ্যে আবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পেস ও বাউন্সে ভরা পিচে শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে কেএল রাহুল আদৌ কতটা সাফল্যের সঙ্গে কিপিং করতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা