shono
Advertisement

Asian Games 2023: ভারত-পাক মহারণে জয়ী টিম ইন্ডিয়া, এশিয়াডে স্কোয়াশ থেকেও এল সোনা

গ্রুপে হারেরও প্রতিশোধ নিল ভারতীয় দল। 
Posted: 03:51 PM Sep 30, 2023Updated: 04:19 PM Sep 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেনিসের পরে স্কোয়াশ থেকেও এল সোনা। শনিবার এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারত ২-১-এ পাকিস্তানকে হারিয়ে সোনা জিতে নেয় স্কোয়াশে। সেই সঙ্গে গ্রুপে হারেরও প্রতিশোধ নিল ভারতীয় দল। 

Advertisement

প্রথম গেমে ভারতের মহেশ মানগাওকরকে ৮-১১, ৩-১১, ২-১১-তে হারান পাকিস্তানের নাসির ইকবাল। ১-০-এ এগিয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে সমতা ফেরান সৌরভ ঘোষাল। বাংলার ছেলে দ্বিতীয় গেমে ১১-৫,১১-১ ও ১১-৩-এ হারান মহম্মদ আসিমকে। তৃতীয় ম্যাচে অভয় সিংয়ের মুখোমুখি হন নূর জামান। দুই দেশের দুই তারকার দারুণ লড়াই হয়। 

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: বিশ্বকাপের দলে জায়গা পাওয়ায় বিস্মিত হয়েছিলেন, স্বীকারোক্তি অশ্বিনের]

 

শেষ মেশ অভয় সিং ১১-৭, ৯-১১,৭-১১,১১-৯ এবং ১২-১০-এ তৃতীয় গেম জেতেন। আর তার ফলেই চিনের মাটিতে পাকিস্তানকে মাটি ধরিয়ে সোনা জেতে ভারতীয় দল। ফাইনাল গেমে দুটো ম্যাচ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিলেন নূর জামান। কিন্তু দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ান অভয়। টানা চার পয়েন্ট জিতে ভারতকে জেতান তিনি। 

২০১৮ সালে জাকার্তায় ব্রোঞ্জ জিতেছিল ভারত। পাঁচ বছর পরে হাংঝৌ এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ভারতের ঘরে এল সোনা। এশিয়াডে ১০টি সোনা জেতা হয়ে গেল ভারতের।  

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও মুছলেন বিশ্বকাপে ‘বাদ’ অক্ষর? ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement