shono
Advertisement

Breaking News

জলে গেল ঋতুরাজের সেঞ্চুরি, বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ম্যাক্সওয়েল

টিকে রইল অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সম্ভাবনা।
Posted: 10:48 PM Nov 28, 2023Updated: 12:05 PM Nov 29, 2023

ভারত: ২২২/৩ (ঋতুরাজ-১২৩*, সূর্যকুমার-৩৯)
অস্ট্রেলিয়া: ২২৫/৫(হেড-৩৫, ম্যাক্সওয়েল-১০৪*)
৫ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য, বিধ্বংসী ইনিংস এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে। সাত উইকেট খুইয়ে যখন বিরাট চাপে অজিরা, তখন ২০১ রানের অতিমানবিক ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন ম্যাড ম্যাক্স। মঙ্গল-রাতে গুয়াহাটিতে অনেকটা সেই স্মৃতিই ফেরালেন অজি অলরাউন্ডার। মারকাটারি ব্যাটিং করে ভারতের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন তিনি। আর সেই সৌজন্যে টিকে রইল অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সম্ভাবনা।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেই ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। তবে তার পরই টি-২০ সিরিজে অজিদের বিরুদ্ধে তেড়েফুঁড়ে ওঠে সূর্যকুমারের টিম ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচে জয় ছিনিয়ে নেয় তারা। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ আগেভাগেই পকেটে পুরে ফেলার লক্ষ্য পূরণ হল না। এদিন টস জিতে সূর্যকুমারদের ব্যাট করতে পাঠান ম্যাথিউ ওয়েড। শুরুতেই মেলে সাফল্য। মাত্র ৬ রানে আউট হন ওপেনার যশস্বী। তবে আরেক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় জাঁকিয়ে বসেন ক্রিজে।

[আরও পড়ুন: কলকাতা লিগে ম্যাচ গড়াপেটা হচ্ছে! IFA-কে তুলোধোনা মদন মিত্রর, ধরনায় বসার হুঁশিয়ারি]

৫৭ বলে ১২৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে অপরাজিত থাকেন গায়কোয়াড়। ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান ঝুলিতে ভরার রেকর্ডও গড়েন তিনি। এরপর সূর্যকুমার এবং তিলক ভর্মার (৩১*) হাত ধরে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। স্কোরবোর্ডে ২২২ রান তুলে অজিদের বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই ফেলে দিয়েছিল দল। কিন্তু তারা আবারও প্রমাণ করল কেন তারাই বিশ্বসেরা। কেন সবকিছু হারতে বসার মুখেই জ্বলে ওঠে তারা। ক্ষুধার্থ সিংহের মতোই দাঁত-নখ বের করে ঝাঁপিয়ে পড়লেন ওয়েডরা। আর তাতেই আবার সিরিজে ফিরল ছবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্যাট হাতে আবারও ফুলঝুরি ফোটালেন ম্যাক্সওয়েল। ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করেন।  ক্রিকেটদুনিয়াকে বার্তা দিলেন, দেওয়ালে পিঠ ঠেকলে আফগানিস্তান কেন, ভারতীয় বোলারদের নিয়েও ছিনিমিনি করতে পারেন তিনি। ২৮ রানে অপরাজিত থেকে তাঁকে সঙ্গ দিলেন ওয়েড। এরপরই স্লগ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণর বোলিং এবং সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে উঠে গেল প্রশ্ন। তবে অস্ট্রেলিয়ার এই জয়েই যে সিরিজ আবার জমে উঠল, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ‘আপনাদের অসীম সাহস আর ধৈর্য’, শ্রমিক ও উদ্ধারকারী দলকে কুর্নিশ প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement