shono
Advertisement

নাগপুরে অশ্বিনদের স্পিন দাপটে প্রথমদিনই ধরাশায়ী শ্রীলঙ্কা

প্রথম দিনই চালকের আসনে টিম ইন্ডিয়া। The post নাগপুরে অশ্বিনদের স্পিন দাপটে প্রথমদিনই ধরাশায়ী শ্রীলঙ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:16 PM Nov 24, 2017Updated: 05:23 PM Sep 22, 2019

শ্রীলঙ্কা: ২০৫
ভারত: ১১/১
প্রথম দিনের খেলা শেষ

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুরে কলকাতার মতো ঠান্ডা নেই। তবে মারাত্মক গরমও নেই। এখানকার উইকেটে বাউন্স আছে। বেশ ভাল বল যাচ্ছিল। তাই টসে জিতে শ্রীলঙ্কা আগে ব্যাট নেওয়ার পর চাপেই পড়ে গেল। গোটা একটা দিনও ক্রিজে টিকে থাকতে পারলেন না ম্যাথিউজ, চান্ডিমালরা। ফলে প্রথম দিনই চালকের আসনে টিম ইন্ডিয়া।

[বান্ধবীকে হত্যা মামলায় শাস্তি দ্বিগুণ হল ব্লেড রানার পিস্টোরিয়াসের]

সকালে ম্যাচের আগে ওয়ার্ম আপ করতে গিয়ে মহম্মদ শামির কখন লেগে গেল, অনেকেই বুঝতে পারেননি। বোঝা যায় টিম লিস্ট হাতে আসার পর। শামি নেই, উমেশ যাদবের সঙ্গে আছেন ইশান্ত শর্মা। ফিরেই কামাল করলেন। বিয়ের কারণে দলে নেই ভুবনেশ্বর কুমার। বদলে এসেছেন রোহিত শর্মা। আর শিখর ধাওয়ানের বদলে ওপেন করেন মুরলি বিজয়। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন ধাওয়ান। লাঞ্চের আগে বিরাট চার বোলারকে দিয়ে বল করালেন। এঁদের সবাইকেই সমীহ করতে হল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। আসলে কলকাতায় অল্পের জন্য টেস্ট বাঁচাতে পেরেছিল শ্রীলঙ্কা। তাই বুঝেসুঝেই খেলছিলেন থিরিমানেরা। তবে নাগপুরের বোলিং সহায়ক অ্যাডভান্টেজ পেলেন ভারতীয় বোলাররাই। জাদেজা-অশ্বিন ও ইশান্তের দুরন্ত বোলিংয়ে ২০৫ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। তিনটি করে উইকেট তুলে নেন জাদেজা ও ইশান্ত। আর অশ্বিনের ঝুলিতে চারটি উইকেট। অধিনায়ক চান্ডিমালকে প্যাভিলিয়নে ফিরিয়েই শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপের শিরদাঁড়া ভেঙে দেন ভারতীয়
স্পিনার। স্পিন-ঝড়েই শেষ তারা। ৫৭ রান করে ফেরেন তিনি। অধিনায়ক ছাড়া ৫১ রান করুনারত্নের। বাকি সকলেই লড়াই করতে ব্যর্থ।

[ট্রেনের মেঝেতে শুয়েই ৩০ ঘণ্টা সফর জাতীয় অ্যাথলিটদের, ভাইরাল ভিডিও]

দক্ষিণ আফ্রিকা সফরের আগে কোনও বিশ্রাম নেই। নেই প্র্যাকটিস ম্যাচ। তার আগে প্রায় দেড় মাস ধরে শ্রীলঙ্কা সিরিজের গুরুত্ব নিয়ে অনেকের প্রশ্ন তুলছেন। মনে মনে বিরক্ত ও ক্ষুব্ধ হলেও লঙ্কাবাহিনীর বিরুদ্ধে গা ঢিলে দেওয়ার উপায় নেই বিরাট কোহলিদের। এমন টালবাহানার মধ্যেও দ্বিতীয় টেস্টে শক্ত হাতেই হাল ধরেছে ভারত। কলকাতায় প্রথম টেস্ট ড্র হওয়ায় তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশের আশা শেষ হয়েছে ভারতের। কিন্তু বাকি দুটি টেস্টে জয়ই পাখির চোখ বিরাটবাহিনীর।

The post নাগপুরে অশ্বিনদের স্পিন দাপটে প্রথমদিনই ধরাশায়ী শ্রীলঙ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার