shono
Advertisement

India vs West Indies: রবি-সূর্যের তেজে ম্লান ওয়েস্ট ইন্ডিজ, ইডেনে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

জিতলেও বিরাট কোহলি এবং ঋষভ পন্থের ফর্ম চিন্তায় রাখবে ভারতকে।
Posted: 10:49 PM Feb 16, 2022Updated: 10:59 PM Feb 16, 2022

ওয়েস্ট ইন্ডিজ: ১৫৭-৭ (পুরান ৬১, মেয়ার্স ৩১, বিষ্ণোই ২-১৭)
ভারত: ১৬২-৪ (রোহিত ৪০, ঈশান ৩৫)
ভারত ৬ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে-র পর টি-২০। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সীমিত ওভারের দ্বিতীয় সিরিজের শুরুটাও দুর্দান্ত করল ভারত। ইডেনে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া (Team India)। এদিন জাতীয় দলের হয়ে অভিষেকেই নজর কাড়লেন তরুণ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। দুর্দান্ত ফিনিশ করলেন সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ারও। তবে, জিতলেও বিরাট কোহলি (Virat Kohli) এবং ঋষভ পন্থের ফর্ম চিন্তায় রাখবে ভারতকে।

Advertisement

এদিন কার্যত দর্শকশূন্য ইডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন ভারতীয় বোলাররা। প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ধাক্কা দেন ভুবি। কিন্তু এরপর জুটি বেঁধে ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করেন নিকোলাস পুরান এবং মেয়ার্স। দলগত ৫১ রানের মাথায় মেয়ার্স আউট হলে খেই হারিয়ে ফেলেন ক্যারিবিয়ানরা। একদিকে পুরান লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। একটা সময় ১৪ ওভারে ৯০ রানে ৫ উইকেট খুইয়ে ফেলে ক্যারিবিয়ানরা। যদিও শেষদিকে পোলার্ড এবং পুরানদের মারকুটে ইনিংসের সৌজন্যে ১৫৭ রানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। পুরান ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পোলার্ড করেন ২৪ রান। ভারতের হয়ে এদিন দুর্দান্ত অভিষেক করেছেন রবি বিষ্ণোই। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। হর্ষল প্যাটেল ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন।

[আরও পড়ুন: শ্রেয়স নাকি কামিন্স, কে হবেন আগামী মরশুমের অধিনায়ক? জানিয়ে দিল কেকেআর]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন অধিনায়ক রোহিত এবং ইশান কিষান। প্রথম ৬ ওভারে ৬০ রানের কাছাকাছি পৌঁছে যায় টিম ইন্ডিয়া। কিন্তু এরপর রোহিতের উইকেটের পতন ঘটতেই বদলে যায় খেলার গতি। ১৯ বলে ৪০ রান করেন রোহিত। ঈশান কিষান এদিন একেবারেই ছন্দে ছিলেন না। ৪২ বলে তিনি করেন ৩৫ রান। কোহলি ১৩ বলে করেন ১৭ রান। এদিনও রান আসেনি তাঁর ব্যাট থেকে। আরও একবার হতাশ করেন ঋষভ পন্থ। ৮ বলে ৮ রান করেন তিনি। একটা সময় ১১৪ রানে ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ার শেষপর্যন্ত ভারতকে জয় এনে দেন। সূর্য ১৮ বলে ৩৪ এবং ভেঙ্কি ১৩ বলে ২৪ রান করেন। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

[আরও পড়ুন: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ইডেনে বসেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দেখতে পাবেন দর্শকরা]

জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ম্যাচের ব্যবধানে এগিয়ে গেল ভারত। তবে, জিতলেও রোহিত আউট হওয়ার পর যেভাবে ভারতীয় মিডল-অর্ডার ভেঙে পড়ল, সেটা চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে। বিশেষ করে পন্থ এবং কোহলির ফর্ম নিয়ে এবার ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement