সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথের পর এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা বক্সারদের দাপট। একই দিনে সোনা জয় নীতু ঘংঘাস(Nitu Ghanghas), সুইটি বুরার। প্রথমে লাইট ফ্লাইওয়েট সোনা জেতেন নীতু। দ্বিতীয় সোনাটি আসে ৮১ কেজি বিভাগে সুইটি বুরার হাত ধরে।
ফের বিশ্ব মঞ্চে দেশের মুখ উজ্বল করলেন ২২ বছরের বক্সার নীতু নীতু ঘঙ্ঘাস। চ্যাম্পিয়নশিপের (World Boxing Championship) ফাইনালে মঙ্গোলিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ভারতকে সোনা এনে এনে দিলেন নীতু। লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে কার্যত একপেশে ম্যাচে তিনি উড়িয়ে দেন মঙ্গোলিয়ার প্রতিযোগীকে। লুৎসাইখান আলতানসেতসেগের বিরুদ্ধে নীতু জিতলেন ৫-০ ব্যবধানে। ফাইনালে আগ্রাসী মেজাজে নেমেছিলেন নীতু। প্রতিপক্ষ মঙ্গোলিয়ার বক্সারকে কোনও সুযোগই দেননি। কার্যত ধরাশায়ী করে দেন তাঁকে। নীতুর হাত ধরেই এবারের চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা আসে ভারতের ঝুলিতে। নীতু ঘঙ্ঘাস এর আগে কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন। এর আগে যুব চ্যাম্পিয়নে টানা দু’বার সোনার পদক জিতেছিলেন তিনি। তবে সিনিয়র পর্যায়ে মাত্র ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয় রীতিমতো চমকপ্রদ।
[আরও পড়ুন: ‘নেতৃত্ব বদলাতে পারবে না ওকে’, এমবাপের প্রশংসায় ফরাসি কোচ দেশঁ]
নীতুর পরই সুখবর দেন সুইটি। চিনের ওয়াং লিনাকে টানটান ম্যাচে হারিয়ে ভারতকে দ্বিতীয় সোনাটি এনে দেন সুইটি। ফাইনালে তিনি জেতেন ৪-৩ পয়েন্টের ব্যবধানে। চলতি চ্যাম্পিয়নশিপে এটি ভারতের দ্বিতীয় সোনা। সুইটিও ভারতীয় বক্সিং সার্কিটে পরিচিত নাম। তবে, তাঁর এই সোনাজয় খানিকটা অপ্রত্যাশিত।
[আরও পড়ুন: সূর্যকুমারের ব্যর্থতার জন্য কানেরিয়ার নিশানায় টিম ইন্ডিয়া, ছাড়লেন না রোহিতকেও]
এর আগে মাত্র পাঁচজন ভারতীয় বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিয়েছেন। মেরি কম একাই ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও সরিতা দেবী, জেনি লালরেমলিয়ানি, লেখা চেট্টাদি এবং নিখাত জরিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন।