সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৯ বছরের ট্র্যাডিশনে ছেদ পড়ে গত মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথমবার বিশ্বকাপের ২২ গজে ভারতীয় দলকে পরাস্ত করে পাকিস্তান। বিশ্বকাপের সুপার ১২-য় দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে গোটা দুনিয়ার নজর কাড়তে সফল বাবর আজম। তবে তাঁদের প্রশংসা করতে গিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসেন ইনজামাম উল হক (Inzamam-ul-Haq)। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্কও।
একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে প্রাক্তন পাক অধিনায়ক ইঞ্জি সেই ম্যাচে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়েই প্রশ্ন তুলে দেন। দাবি করেন, দুবাইয়ের ২২ গজে পাক দলের বিরুদ্ধে নামার আগেই ভয়ে কাঁপছিলেন ভারতীয়রা। টসের সময় বিরাট কোহলিকে দেখেই তা বোঝা গিয়েছিল। ইনজামামের কথায়, “আমার মনে হয়েছিল ম্যাচ শুরুর আগেই ভারত (Team India) ভয় পেয়ে গিয়েছিল। কোহলি (Virat Kohli) আর বাবরের টসের সময়টা যদি লক্ষ্য করে থাকেন, তাহলেই ব্যাপারটা বুঝতে পারতেন।”
[আরও পড়ুন: ক্রিকেট থেকে দূরে সরছেন ‘মানসিকভাবে অসুস্থ’ টিম পেইন, নতুন ক্যাপ্টেন বেছে নিল অস্ট্রেলিয়া]
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই মরুদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) সফর শুরু করেছিল কোহলির টিম ইন্ডিয়া। কিন্তু ফেভারিট হিসেবে নেমেও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে প্রথমেই জোর ধাক্কা খায় দল। শাহিন আফ্রিদির পেস ঝড়ে নড়বড়ে হয়ে পড়ে টপ-অর্ডার। খানিকটা অপ্রত্যাশিতভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই চূড়ান্ত ব্যর্থ হয় ভারত। পাকিস্তানের কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন ভারতীয় তারকারা। ব্যাটে-বলে চমকে দিয়ে ১০ উইকেটে ম্যাচ পকেটে পোরে পাকিস্তান। পাক ক্রিকেটে যেন নয়া সূর্যোদয় ঘটে। মাঠের মতো সে ম্যাচে মাঠের বাইরেও নয়া রেকর্ড তৈরি হয়েছিল। টিভির পর্দায় সবচেয়ে বেশি মানুষ এই ম্যাচ উপভোগ করেছিলেন। আইসিসি জানায়, প্রায় ১৬ কোটি (১৫.৯ বিলিয়ন) দর্শক ভারত-পাক লড়াই দেখেছিলেন।
ইনজামাম বলছেন, “আমাদের দলের বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ভাল ছিল। রোহিত শর্মা আউট হয়ে যেতেই আরও চুপসে যায় ভারত। রোহিত অবশ্য নিজেও চাপে ছিলেন। ম্যাচের শুরু থেকেই ওদের চাপটা বেশ স্পষ্ট ছিল।” ভারতীয় তারকাদের শরীরী ভাষা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছিলেন ভারতের প্রাক্তনীরাও। তবে ইনজামাম যেভাবে দাবি করেছেন যে ম্যাচ শুরুর আগেই ভারত চাপে ছিল, তা অনেকেই মেনে নিতে পারছেন না।