shono
Advertisement

IPL 2022: বদলে গিয়েছেন রাসেল! ‘ক্যারিবিয়ান দৈত্য’এখন তাণ্ডব করছেন, বাংলাও বলছেন

বেশ কিছু বাংলা লাইন, বাংলা শব্দ নাকি তিনি শিখে ফেলেছেন! এবং ক্রমাগত বলছেনও।
Posted: 08:42 AM Apr 05, 2022Updated: 08:55 AM Apr 05, 2022

রাজর্ষি গঙ্গোপাধ‌্যায়: পারেন বটে আন্দ্রে রাসেল (Andre Russell)! মাঠে নেমে অতিকায় সমস্ত ছয় হাঁকানোর জন্য একটু-আধটু ‘সুনাম’ কেকেআরের (KKR) ড্রে রাসের বরাবরই ছিল, এখনও আছে। এই সে দিনই তো। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টিম যখন বিপদে, পঞ্চাশ রানের আশেপাশে চার উইকেট চলে গিয়েছে– টিমের এমন বিপন্ন অবস্থায় কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার যে অমন ধুঁয়াধার ব্যাটিং করে যাবেন, তা কেকেআর সমর্থকরা কেন, স্বয়ং পাঞ্জাব কিংস অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালও ভাবেননি। উন্মত্ত ড্রে রাসের সামনে পড়ে কচুকাটা হওয়ার পর রাতে মায়াঙ্ক বলেও যান যে, রাসেল ও রকম ব্যাট করলে কিছু করার থাকে না। তা এ হেন রাসেল আরও একটা ব্যাপারে নাকি বেশ ‘পারদর্শী’ হয়ে উঠছেন! যত দিন যাচ্ছে, তত।

Advertisement

বাংলা বলায়! অবশ্যই ঝরঝরে বাংলায় কথা বলছেন না রাসেল। কিন্তু বেশ কিছু বাংলা লাইন, বাংলা শব্দ নাকি তিনি শিখে ফেলেছেন! এবং ক্রমাগত বলছেনও। যেমন ‘কলকাতা তুমি খুব ভাল,’ কিংবা ‘তোমাকে আমি ভালবাসি’! দাঁড়ান, দাঁড়ান। ‘রসগোল্লা’ শব্দটাও নাকি বেশ মনে ধরেছে রাসেলের। উচ্চারণ করছেনও ঠিকঠাক। ঠিক যেমন পরিষ্কার বাংলায় ‘করব, লড়ব, জিতব রে’ বলতেও এতটুকু অসুবিধে হচ্ছে না।

[আরও পড়ুন: ‘ভারতের অর্থনীতি কেমন জানি’, চাপের মুখে IPL নিয়ে নিজের মন্তব্যের সাফাই রামিজ রাজার]

আগামী বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই মুম্বই, যাদের সামনে পড়লে কেকেআর চিরকালই কিছুটা গুটিয়ে থাকে। অন্তত রেকর্ড তো তাই বলে। আজ পর্যন্ত ২৯টা ম‌্যাচ খেলে মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র সাতটায় জিতেছে কেকেআর। এটা ঘটনা যে, একবার মাঠে নেমে পড়লে ইতিহাসের গুরুত্ব বিশেষ থাকে না। কিন্তু একেবারে উপেক্ষাও করা যায় কি? তবে এখানে বলে রাখা ভাল, এবার কেকেআর আর মুম্বই ইন্ডিয়ান্স– সম্পূর্ণ দুই ভিন্ন মেরুতে দাঁড়িয়ে। মুম্বই এখনও পর্যন্ত চলতি আইপিএলে জয়ের মুখ দেখেনি। দু’টো ম্যাচ খেলে হেরেছে দু’টোতেই। কেকেআর তিনটে ম্যাচ খেলে জিতেছে দু’টোয়। যেখানে মুম্বইয়ের বোলিংকে ভাল রকম দুর্বল দেখাচ্ছে। সেখানে কেকেআরকে ভয়ঙ্কর দেখাচ্ছে।

সে যাক গে, রাসেলে ফেরা যাক। এ দিন কেকেআরের এক প্রোমোশনাল ইভেন্টে রাসেলকে পরিষ্কার বাংলায়, ‘করব, লড়ব, জিতব রে’ বলতে শোনা যায়। তার পর খোঁজ চালিয়ে বাকিগুলোও পাওয়া গেল। রাসেলের বাংলার ‘শিক্ষক’ কে, কোনও সঠিক উত্তর নেই। ধরে নেওয়া হচ্ছে, দীর্ঘদিন ধরে কেকেআরে খেলতে খেলতে, ইডেনে খেলে, শব্দগুলো তিনি শিখে ফেলেছেন! যা এখন ব্যবহার করছেন অহরহ। ড্রেসিংরুমে। মাঠে-ঘাটে।
সত্যি, আন্দ্রে রাসেল পারেন বটে! 

[আরও পড়ুন: আর্থিক সংকটে জেরবার দেশ, জনতার পাশে দাঁড়িয়ে মুখ খুললেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটাররা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement