সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর একের পর এক তারকার অবসর দেখেছে ফুটবল বিশ্ব। এবার ফুটবলকে বিদায় জানানোর পথে জার্মানির ডিফেন্ডার ম্যাটস হামেলস। ২০১৪-র বিশ্বকাপ জয়ী তারকা জানিয়েছেন মরশুম শেষ হলেই বুটজোড়া তুলে রাখবেন।
২০০৭ সালে পেশাদার ফুটবলে পা রাখেন হামেলস। প্রথমে বায়ার্ন মিউনিখের হয়ে খেললেও পরে চলে আসেন চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানে দু'বার বুন্দেশলিগা ও একবার ডিএফবি পোকাল জেতেন। ২০১৬ সালে ফের যোগ দেন বায়ার্ন মিউনিখে। বর্তমানে তিনি খেলেন ইটালির ক্লাব এএস রোমাতে। চলতি বছরেই সেখানে তাঁর চুক্তি শেষ হচ্ছে। তারপরই ফুটবলকে বিদায় জানাবেন পাঁচবার বুন্দেশলিগা জয়ী তারকা।
সোশাল মিডিয়া পোস্টে হামেলস লেখেন, 'মনের মধ্যে একটা প্রচণ্ড লড়াই চলছে। এই কঠিন মুহূর্তটা সব ফুটবলারের জীবনেই আসে। ১৮ বছর ধরে ফুটবল থেকে অনেক কিছু পাওয়ার পর এবার বিদায় জানানোর পালা। আমি জানি এই সফর আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। মুহূর্তগুলো কতটা অসাধারণ ছিল। তার জন্য অনেক কিছু ছাড়তে হয়েছে। আবার সময়মতো ভালো কোচের অধীনে খেলেছি। ভালো সতীর্থদের সঙ্গে খেলেছি। তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ।'
দেশের হয়ে ৭৮টি ম্যাচে ৫টি গোল করেছেন। ২০১৪-র বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন তিনি। সেবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে রুখে দিয়ে বিশ্বসেরা হয়েছিল জার্মানি। ২০২২-র দলে ডাক না পেলেও পরের বছরই দলে ফিরে আসেন। আবার ২০২৪-র ইউরো কাপের দলে ছিলেন না তিনি। ২০২৩-র আর জাতীয় দলে খেলেননি। দীর্ঘ কেরিয়ারে চোটও ভুগিয়েছে। অবশেষে চলতি মরশুমের শেষেই অবসর নিতে চলেছেন হামেলস।