shono
Advertisement
Weather

রামনবমীতে বাদ সাধবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

আজকের আবহাওয়া কেমন থাকবে?
Published By: Subhankar PatraPosted: 10:02 AM Apr 05, 2025Updated: 11:11 AM Apr 05, 2025

নিরুফা খাতুন: দেশজুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয়। দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রবিবার কলকাতা সংলগ্ন চারজেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার রয়েছে রামনবমী। তাহলে কি বৃষ্টিতে ভাসবে রামনবমী?

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া এই চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আগামী সোমবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে। প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। সোমবার ও মঙ্গলবার ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়বে বলে পূর্বাভাস।

তবে আজ শনিবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আজ শনিবার ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। এদিন সকালে পরিষ্কার আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ। সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহবিদদের। 

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো ও বাতাস বয়তে পারে উত্তরবঙ্গের সব জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়তে পারে। শনিবার বৃষ্টির পূর্বাভাস না থাকলেও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও মালদহে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশজুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয়। দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে।
  • আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে পারে।
  • পাশাপাশি রবিবার কলকাতা সংলগ্ন চারজেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Advertisement