shono
Advertisement
passport

বিহারে তৈরি 'জাল' জন্ম শংসাপত্রে পাসপোর্টের আবেদন, গ্রেপ্তার গার্ডেনরিচের যুবক

পিছনে কোনও বড়সড় চক্র জড়িত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 11:08 AM Apr 05, 2025Updated: 11:15 AM Apr 05, 2025

অর্ণব আইচ: এবার বিহারে তৈরি ভুয়ো জন্ম শংসাপত্র জমা দিয়ে পাসপোর্টের আবেদন! কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার যুবক। শুক্রবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গনাইজেশনের আধিকারিকরা। যুবক এই ভুয়ো শংসাপত্র কী করে জোগাড় করল? পিছনে কোনও বড়সড় চক্র জড়িত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম আজাদ আলম। তিনি গার্ডেনরিচ থানা এলাকার বাতিকলের বাসিন্দা। সম্প্রতি যুবক পাসপোর্টের আবেদন জানান। তার জন‌্য প্রয়োজনীয় নথি হিসাবে একটি জন্ম শংসাপত্রও জমা দেন অভিযুক্ত। কিন্তু ওই নথি যাচাই করার সময় সন্দেহ হয় এসসিও-র গোয়েন্দাদের। ওই নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফের যাচাই করার জন‌্য পাঠানো হয়। গোয়েন্দাদের দাবি, তারা জানতে পারেন যে, ওই শংসাপত্রটি জাল। এরপরই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

আজাদ আলামকে এসসিও অফিসে ডেকে জেরা করা হলে যুবক স্বীকার করেন যে, বিহারের এক পরিচিতর থেকে এই শংসাপত্রটি জোগাড় করেছিলেন তিনি। পুলিশের মতে, বিহারের ওই ব‌্যক্তিটি জাল নথি তৈরির চক্রের সদস‌্য। এর আগেও বিহারে তৈরি জাল জন্ম শংসাপত্র এসেছিল এসসিও-র হাতে। যার মাধ‌্যমে এই ভুয়ো শংসাপত্র তৈরি করা হয়েছিল, তার সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইতিমধ্যেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ড সামনে এসেছে। সেই কাণ্ডে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের জালে ধরা পড়েছে কলকাতা পুলিশের প্রাক্তন এসআই থেকে রাজ্যে পুলিশের হোমগার্ডও। এই কাণ্ডের কিংপিন মনোজ গুপ্তও গ্রেপ্তার হয়েছে। এবার ভুয়ো শংসাপত্র দেখিয়ে পাসপোর্ট পাওয়ার চেষ্টায় গ্রেপ্তার হলেন গার্ডেনরিচের যুবক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার বিহারে তৈরি ভুয়ো জন্ম শংসাপত্র জমা দিয়ে পাসপোর্টের আবেদন।
  • কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার যুবক।
  • শুক্রবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গনাইজেশনের আধিকারিকরা।
Advertisement