সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ ম্যাচে ২টি জয় ৩টি হার। শেষ দু’ম্যাচেই দেখতে হবে হারের মুখ। দলের পারফরম্যান্সের যা অবস্থা তাতে বৃহস্পতিবার লিগ টেবিলের লাস্ট বয় দিল্লির বিরুদ্ধেও বিরাট স্বস্তিতে নেই কেকেআর (KKR) শিবির। মাথায় হারের হ্যাটট্রিকের খাড়া নিয়ে নাইট শিবির বৃহস্পতিবার একধিক বদল করতে পারে। অভিষেক হতে পারে লিটন দাস বা জ্যাসন রয়ের।
আসলে কলকাতার দলের সমস্যা একাধিক। একমাত্র মিডল-অর্ডার বাদে কোনও কিছুই ঠিক নেই। মিডল অর্ডারে কোনওদিন রিঙ্কু, কোনওদিন নীতীশ রানা (Nitish Rana), কোনওদিন ভেঙ্কটেশ আইয়ার রান করে দিচ্ছেন। মোট কথা মিডল অর্ডারের ৩ ব্যাটারই ভাল ফর্মে। সমস্যা হল টপ অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার নিয়ে। টপ অর্ডারে গুরবাজ এক ম্যাচে হাফসেঞ্চুরি ছাড়া বিশেষ কিছু করেননি। তাই তাঁকে এদিন বাদ দেওয়া হতে পারে। তাঁর বদলে নাইট জার্সিতে অভিষেক হতে পারে লিটন দাস বা জ্যাসন রয়ের। উপমহাদেশের ক্রিকেটার হওয়ায় লিটন দাসের খেলার সম্ভাবনা বেশি।
[আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ম্যারাথনে সম্বলপুরী শাড়ি পরে দৌড়! চমকে দিলেন ওড়িশার তরুণী, ভাইরাল ভিডিও]
নাইটদের লোয়ার মিডল অর্ডারের সবচেয়ে বড় সমস্যা রাসেলকে স্বমেজাজে না পাওয়া। ক্যারিবিয়ান মহাতারকা ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই। আবার একটি ম্যাচ ছাড়া শার্দূল ঠাকুরও (Shardul Thakur) বিশেষ কিছু করেননি। আর সুনীল নারিন (Sunil Narine) নাইট জার্সিতে শেষ কবে ব্যাট হাতে ভাল খেলেছিলেন, সেটা সম্ভবত তিনি নিজেও মনে করতে পারবেন না। তবে এত সমস্যা সত্ত্বেও লোয়ার মিডল অর্ডারে তেমন বদলের সম্ভাবনা নেই। কারণ নাইটদের হাতে বিকল্প বেশি নেই।
[আরও পড়ুন: মানহানির মামলায় আদালতে বিরাট ধাক্কা রাহুলের, কমল না শাস্তি, ফিরছে না সাংসদ পদ]
তবে বৃহস্পতিবার নাইটদের বোলিং বিভাগে বদলের সম্ভাবনা প্রবল। আসলে পাঁচ ম্যাচের মধ্যে একমাত্র আরসিবি ম্যাচ বাদ দিলে বাকি সবকটি ম্যাচেই বেধড়ক মার খেয়েছেন নাইট বোলাররা। উমেশ (Umesh Yadav) উইকেট পাচ্ছেন না। বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা মার খেয়ে যাচ্ছেন। সুয়শ শর্মা ছাড়া আর কেউ সেভাবে উইকেটই পাচ্ছেন না। তবে সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স লকি ফার্গুসনের। না নতুন বল, না পুরনো বল, কোনওটিতেই সেভাবে দাগ কাটতে পারছেন না তিনি। আজ সম্ভবত লকির বদলে ফিরতে পারেন টিম সাউদি। যদিও সাউদির নিজের পারফরম্যান্সও আহামরি কিছু নয়। সব মিলিয়ে বোলিং নিয়ে ভালরকম চিন্তায় নাইট শিবির।