shono
Advertisement

পাঁচ ছক্কা হাঁকিয়ে জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর রিঙ্কু, KKR তারকাকে কী বার্তা শ্রেয়সের?

কাকে আইডল মানেন? সে কথাও জানান রিঙ্কু সিং।
Posted: 04:30 PM Apr 10, 2023Updated: 04:31 PM Apr 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় মোতেরায় কেকেআর জার্সিতে পুনর্জন্ম হয়েছে রিঙ্কু সিংয়ের। ক্রিকেটের প্রতি ভালবাসা আর খিদেই তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। চাপের মুখে শেষ ওভারে পাঁচ বলে পাঁচটা ছক্কা হাঁকিয়ে কেকেআরকে (KKR) অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন রিঙ্কু। আর এবার জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন তাঁর চোখে।

Advertisement

গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) হারানোর পর ২৫ বছরের ব্যাটার জানালেন নিজের মনের কথা। “সব ক্রিকেটার মতোই আমিও দেশের হয়ে খেলার স্বপ্ন দেখি। তবে আপাতত আইপিএলেই ফোকাস করতে চাই। কেকেআরের জন্য ভাল পারফর্ম করতে চাই। দলকে জেতানোই আমার লক্ষ্য।” বলেন রিঙ্কু (Rinku Singh)। এরপরই জানান, সুরেশ রায়নাকেই আইডল মানেন তিনি। তাঁর কথায়, “প্রথম থেকেই সুরেশ রায়নাকে ভাল লাগত। তাঁকেই অনুসরণ করে এসেছি। ওঁ দারুণ ফিল্ডার। আর আমার মতোই লোয়ার ডাউনে ব্যাট করতেন।” প্রসঙ্গত, গুজরাটের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের এহেন পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন রায়নাও। রিঙ্কুর কাছে এর চেয়ে আনন্দের আর কী-ই বা হতে পারে।

[আরও পড়ুন: পুরসভায় চাকরি ও পানশালার লাইসেন্সের নামে আর্থিক ‘প্রতারণা’, গ্রেপ্তার কলকাতা পুলিশের ACP]

অনবদ্য-অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর রিঙ্কু প্রশংসা কুড়িয়েছেন শ্রেয়স আইয়ারেরও। চোট পেয়ে এবারের আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গিয়েছেন নাইট নেতা শ্রেয়স। তবে কেকেআরের প্রতিটি ম্যাচে নজর রাখছেন। আর রবিবার ম্যাচ শেষ হতেই রিঙ্কুকে ভিডিও কল করেন তিনি। বলেন, “রিঙ্কু ভাইয়া জিন্দাবাদ।” শ্রেয়স শুভেচ্ছা জানান বর্তমান নাইট ক্যাপ্টেন নীতীশ রানাকেও।

নীতীশ আবার শ্রেয়সকে জানান, “রিঙ্কু বলছিল গত বছরের মতো ছেড়ে দেব না। শেষ করে তবেই আসব।” আসলে গত বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রান আউট হন রিঙ্কু। সেই ম্যাচ দু’রানে হারে কেকেআর। এবার সত্যিই কথা রাখলেন রিঙ্কু।

[আরও পড়ুন: ক্ষমা চাইলেন দলাই লামা! কিশোরকে জিভ চুষে দেওয়ার প্রস্তাব নিয়ে কী বললেন ধর্মগুরু?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement