shono
Advertisement

প্রথমবার বিদেশের মাটিতে আইপিএলের মিনি নিলাম, ভারত থেকে সরবে টুর্নামেন্টও?

মিনি নিলামে উঠবেন মোট ১১৬৬ জন ক্রিকেটার।
Posted: 07:17 PM Dec 03, 2023Updated: 07:17 PM Dec 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার ভারতের বাইরে বসতে চলেছে আইপিএলের মিনি নিলামের আসর। এমন ইঙ্গিত আগেই দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফেও টুইট করে জানিয়ে দেওয়া হল, কবে এবং কোথায় হবে আইপিএলের মিনি নিলাম।

Advertisement

আগামী ১৯ ডিসেম্বর মিনি নিলাম অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজিগুলোকে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রথমবার ভারতের বাইরে মিনি নিলামের আয়োজন করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার আইপিএলও দেশের বাইরে আয়োজিত হবে? কারণ আগামী বছর ওই সময়ই লোকসভা নির্বাচন। এর আগে ২০০৯ আইপিএলের আয়োজনের দায়িত্ব পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। আবার ২০১৪ মরশুমে দেশজুড়ে নির্বাচনের কারণে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীতে হয়েছিল টুর্নামেন্ট। তাই দুবাইয়ে মিনি নিলামের আসর বসার খবর সামনে আসতেই প্রশ্ন উঠছে, পরের বছর ভারতে আদৌ আইপিএল হবে? উত্তর আপাতত অধরা।

[আরও পড়ুন: তিন রাজ্যে গেরুয়া ঝড়, প্রভাব পড়বে বাংলায়? কী বলছেন কুণাল-শুভেন্দু?]

মিনি নিলামে উঠবেন মোট ১১৬৬ ক্রিকেটার। যার মধ্যে থেকে ৭৭ জনকে তুলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। মোট ৩০জন বিদেশি তারকাকে কিনতে পারবে দলগুলি। দশ দল মোট ২৬২.৯৫ কোটি টাকা নিয়ে আসরে নামবে। এই নিলামে নজর থাকবে বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের ট্রাভিস হেড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের দিকে। এই তিনজনেরই ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। এছাড়াও বিশ্বকাপে নজরকাড়া অলরাউন্ডার রচীন রবীন্দ্রকে কোন ফ্র্যাঞ্চাইজি তুলে নেয়, সেটাও দেখার বিষয়। কিউয়ি তারকার বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

[আরও পড়ুন: দ্রাবিড় না চাইলে… রোহিতদের কোচ হিসাবে কাকে এগিয়ে রাখলেন গম্ভীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement