সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআরে'র বিরুদ্ধে তাঁকে পাওয়া গিয়েছে একেবারে চেনা মেজাজে। ৩৬ বলে ৫৯ রানের মারকুটে ইনিংস খেলেছেন। কেকেআরের বিরুদ্ধে তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০০ রান করার রেকর্ড গড়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে চারটি দলের বিরুদ্ধে হাজার রান করা প্রথম ক্রিকেটার হিসেবে উঠে এসেছেন। তিনি বিরাট কোহলি। অতীতে স্পিনারদের বিরুদ্ধে তাঁকে বহুবারই নড়বড়ে দেখিয়েছে। কিন্তু সেই দুর্বলতা হয়তো এখন 'অতীত'ই থেকে যেতে চলেছে। কারণ শনিবার তিনি এমন এক শট খেললেন, যা রাতের ঘুম কেড়ে নিতে পারে স্পিনারদের।

নতুন 'অস্ত্রে' স্পিনারদের ঘায়েল করতে দেখা গেল কোহলিকে। হ্যাঁ, শনিবার কেকেআরের বিরুদ্ধে তেমনই দেখা গিয়েছে। তাঁর প্রিয় শটগুলির মধ্যে অন্যতম পুল। পেসারদের বলে অবলীলায় তিনি খেলে দেন এই শট। কিন্তু কেকেআর স্পিনারদের বিরুদ্ধেও তাঁকে পুল মারতে দেখা গেল। যা কিন্তু স্পিনারদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেবে।
মারমুখী সল্ট-কোহলিকে সামলাতে চতুর্থ ওভারেই বরুণ চক্রবর্তীকে ডেকে নেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। যদিও সেসব তোয়াক্কা করেননি বিরাট। লং-অফ এবং লং-অনের উপর দিয়ে অনবদ্য কিছু শট উপহার দেন তিনি। কিছুতেই থামানো যায়নি তাঁকে। অনায়াসে পুল মারতে দেখা যায় বিরাটকে। তবে যে শট স্পিনারদের ভোগাবে বলে মনে করা হচ্ছে, তা হল স্লগ-সুইপ।
শনিবার স্পিন জুটি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের বিরুদ্ধে কোহলি তাঁর তুরুপের তাস হিসেবে স্লগ-সুইপ খেলেন। যার ফলে দ্রুত রান তুলতে তাঁর কোনও সমস্যা হয়নি। এই স্লগ-সুইপ নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ এই নতুন শট প্রতিপক্ষ দলের মাথাব্যথার কারণ হতে পারে। এমনই মনে করছেন শিখর ধাওয়ান।
ম্যাচের পরে অভিনব মুকুন্দের সঙ্গে আলোচনায় ধাওয়ান বলেন, "আগে বিরাটকে এভাবে সুইপ বা পুল খেলতে কখনও দেখিনি। এতদিন স্পিনারদের বিরুদ্ধে ওকে স্ট্রাইক রোটেট করতে দেখা যেত। সঙ্গীকে বড় শট মারতে দিত। এখন ওর খেলার ধরন বদলে গিয়েছে। যা কিন্তু আরও মারাত্মক হতে চলেছে।'' উল্লেখ্য, চারটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা দিয়ে সাজানো ছিল বিরাট-ইনিংস। আরসিবি'র পরবর্তী ম্যাচ ২৮ মার্চ। প্রতিপক্ষ সিএসকে।