shono
Advertisement

ঘরের মাঠে চেন্নাইয়িনের কাছে হার, শীর্ষস্থানের আশা প্রায় শেষ এটিকের

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা একপ্রকার শেষ লাল-সাদা ব্রিগেডের। The post ঘরের মাঠে চেন্নাইয়িনের কাছে হার, শীর্ষস্থানের আশা প্রায় শেষ এটিকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:35 PM Feb 16, 2020Updated: 09:36 PM Feb 16, 2020

এটিকে: ১ (কৃষ্ণ)
চেন্নাইয়িন: ২ (ক্রিভেয়ারো, স্কেম্ব্রি, ভালস্কিস)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির কাছে হার এটিকের (ATK)। যুবভারতীতে মরশুমের শেষ ম্যাচে ছন্দহীন ফুটবল খেলে চেন্নাইয়ের দলটির কাছে ৩-১ গোলে হারল এটিকে। যার ফলে আইএসএলের লিগ টেবিলের শীর্ষে থাকার আশা একপ্রকার শেষ হয়ে গেল কলকাতার দলটির।

আইএসএলের সেমিফাইনালে খেলাটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। এই ম্যাচে নামার আগে এটিকের কাছে একটাই লক্ষ্য ছিল, সেটা হল ম্যাচ জিতে এফসি গোয়াকে সিংহাসনচ্যুত করা। এবং শীর্ষস্থান পুনরূদ্ধার করা। কারণ, লিগ টেবিলের শীর্ষস্থানে থাকলে পরের মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে লাল-সাদা ব্রিগেড। অন্যদিকে, চেন্নাইয়িনের (Chennaiyin FC) কাছে এই ম্যাচ ছিল আইএসএলে অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচ। কারণ, এখনও লিগের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার লড়াইয়ে টিকে আছে চেন্নাইয়িন। স্বভাবতই, দুই দলের কাছেই এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[আরও পড়ুন: মোহনবাগানের বার্ষিক সভায় এটিকের সঙ্গে হাত মেলানোকে সমর্থন সদস্যদের]

কিন্তু, খেলা শুরু হওয়ার পর দেখা গেল চেন্নাইয়িনের ফুটবলাররা অনেক বেশি আগ্রাসী মনোভাব দেখালেন। তুলনায় অনেকটা নিস্প্রভ দেখাল এটিকের ফুটবলারদের। শুরু থেকেই কলকাতার রক্ষণে আঘাত হানতে একের পর এক আক্রমণ শানায় চেন্নইয়িন। তাঁদের বারবার আক্রমণের মুখে অনেকটাই অসহায় মনে হচ্ছিল লাল-সাদা ডিফেন্ডারদের। ফলে অনেকগুলো সুযোগ পেয়ে যায় চেন্নাই। মাত্র সাত মিনিটেই ম্যাচের প্রথম গোলটি করে ফেলেন চেন্নাইয়ের ক্রিভেয়ারো, ম্যাচের ৩৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন স্কেম্ব্রি। যদিও, চেন্নাইয়িনের দ্বিতীয় গোলের পরই ঘুরে দাঁড়ায় এটিকে। পরের মিনিটেই রয় কৃষ্ণের গোল ব্যবধান কমায় এটিকে। দ্বিতীয়ার্ধে দুই পক্ষই আক্রমণাত্মক ফুটবল খেলে। বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে গোল করে এটিকের কফিনে শেষ পেরেকটি পোঁতেন চেন্নাইয়িনের ভালস্কিস।

[আরও পড়ুন: অবনমন বাঁচাতে ভরসা বিশ্বকাপার! ফের অ্যাকোস্টাকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল]

এই হারে ফলে লিগে শীর্ষস্থানে শেষ করার আশা প্রায় শেষ এটিকের। হারের ফলে ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল কলকাতা। শেষ ম্যাচে যদি তাঁরা বেঙ্গালুরুকে হারিয়েও দেয়, তাও তাকিয়ে থাকতে হবে এফসি গোয়ার ফলাফলের দিকে।

The post ঘরের মাঠে চেন্নাইয়িনের কাছে হার, শীর্ষস্থানের আশা প্রায় শেষ এটিকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement