shono
Advertisement

Breaking News

২০৩৬ অলিম্পিকের জন্য বিড করার এটাই সেরা সময়, স্পষ্ট জানিয়ে দিলেন পি টি ঊষা

বড় দাবি করলেন পি টি ঊষা।
Posted: 12:45 PM Oct 09, 2023Updated: 12:47 PM Oct 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহে মুম্বইয়ে হতে চলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন (International Olympic Committee)। সেখানেই ২০৩৬ অলিম্পিক (2036 Olympics) আয়োজন নিয়ে ভারত (India) প্রাথমিক দাবি জানাতে পারে বলে খবর। আর সেই দাবি জানানো উচিত বলে মনে করছেন কিংবদন্তি অ্যাথলিট পি টি ঊষাও (P.T. Usha)। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) প্রধান ঊষা রবিবার এশিয়ান গেমসের (Asian Games 2023) সমাপ্তি অনুষ্ঠানে দাঁড়িয়ে বলে গেলেন, “২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য অবশ্যই দাবি জানাতে হবে। আমি নিশ্চিত, টোকিওর তুলনায় প্যারিস গেমসে আমরা আরও বেশি পদক পাব। আর সেই পারফরম্যান্সের ভিত্তিতে আমরা ২০৩৬ অলিম্পিক আয়োজন করতেই পারি।”

Advertisement

১৫ অক্টোবর থেকে মুম্বইয়ে আইওসি-র অধিবেশন শুরু হবে। সেখানেই ভারতের তরফে অলিম্পিক আয়োজন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করা হতে পারে বলে খবর। নতুন নিয়ম অনুযায়ী এখন আর সরাসরি অলিম্পিক আয়োজনের জন্য বিড করা যায় না। বরং ইচ্ছুক দেশগুলির আবেদন খতিয়ে দেখে আইওসি-র ফিউচার হোস্ট কমিশন। সেই কমিশনের দেওয়া রিপোর্ট যায় একজিকিউটভ বোর্ডের কাছে। বোর্ডের সদস্যরা বিড করা দেশগুলির সঙ্গে কথা বলে কোনও একটি দেশের নাম আইওএসি-র অধিবেশনে উপস্থাপন করার জন্য সুপারিশ করে।

[আরও পড়ুন: নিরাপত্তা ভেঙে বিরাটকে জড়িয়ে ধরা জার্ভো 69-কে চির নির্বাসিত করল আইসিসি]

সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে সর্বাধিক ১০৭টি পদক জিতেছে ভারত।

প্যারিসের পরে অলিম্পিকের দুটি সংস্করণ লস অ্যাঞ্জেলস (২০২৮) ও ব্রিসবেনে (২০৩২) হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছে। তাই এখন থেকেই ২০৩৬ অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার দৌড়ে ঢুকে পড়তে চাইছে ভারত। আর এই দৌড়ে জেতার ক্ষেত্রে প্যারিসের পারফরম্যান্স অনুঘটকের কাজ করবে বলে মনে করছেন ঊষা। তাঁর কথায়, “হাংঝৌ গেমসের সাফল্য ধরে রাখা সম্ভব। এজন্য আমাদের অ্যাথলিট, কোচ ও জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকে পরিশ্রম করতে হবে। আর সেটা করা গেলে আগামী বছর প্যারিস অলিম্পিকে পদক সংখ্যা দুই অঙ্কে নিয়ে য়েতে সমস্যা হবে না।”

এশিয়াডের ইতিহাসে প্রথমবার একশোর বেশি পদক এসেছে ভারতের ঝুলিতে। ১০৭ পদক নিয়ে তালিকায় চতুর্থ হয়েছে ভারত, গত ছয় দশকে যা সেরা অবস্থান। যদিও এই পারফরম্যান্স অবাক করেনি ঊষাকে। তাঁর বক্তব্য, “আমি নিজে একজন অ্যাথলিট। সেই অভিজ্ঞতা থেকে জানতাম হাংঝৌয়ে আমরা একশোর বেশি পদক পাব। এমনকি একশো নিশ্চিত হয়ে যাওয়ার পর আমি সবাইকে বলেছি যে আমরা একশো পাঁচের বেশি পদক পাব। আমরা দায়িত্বে থাকার সময় এই ইতিহাস তৈরি হওয়াটা আমার কাছে গর্বের। অ্যাথলিট, কোচ, সাপোর্ট স্টাফ, কর্তা- সবাই এই সাফল্যের জন্য পরিশ্রম করেছে। আর নিজে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লোক হওয়ায় অ্যাথলেটিক্সে ২৯ পদক পাওয়াটা আমার কাছে তৃপ্তির।”

ইতিহাসে শ্রেষ্ঠতম এশিয়াড অভিযান করেছে ভারত। আর রবিবার সেই হাংঝৌ গেমসের সমাপ্তিও হল এক ভারতীয়ের হাতেই। এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে এদিন সমাপ্তি ঘোষণা করলেন রাজা রণধীর সিং। পাশাপাশি এশিয়ান গেমসের মশাল, পতাকা এবং ওসিএ-র পতাকা এদিন জাপানের আইচি প্রদেশের গভর্নর হিদেইকি ওমুরার হাতে তুলে দিয়েছেন তিনি। তিন বছর পর জাপানের এই শহরে শুরু হবে ২০২৬ এশিয়াডের পর্ব।

[আরও পড়ুন: ‘ওকে দেখে শিখুক ঈশান-শ্রেয়সরা!’ কোহলির ‘বিরাট’ প্রশংসা গম্ভীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement