সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলীয় ওপেনে (Australian Open) ইতিহাস। প্রথম ইতালীয় খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। সেমিফাইনালে হারিয়েছিলেন নোভাক জকোভিচকে। ফাইনালে দানিল মেদভেদেভের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিলেন তরুণ তারকা। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ঢুকল তাঁর ট্রফি ক্যাবিনেটে। জীবনে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলতে নেমেই বাজিমাত ইতালীয় তারকার।
[আরও পড়ুন: প্রথম টেস্টে লড়েও হার ভারতের, পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড]
টুর্নামেন্টের চতুর্থ বাছাই হিসাবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন সিনার। শুরু থেকেই একের পর এক তারকাকে ছিটকে দিয়েছেন। কোয়ার্টার ফাইনালে হারান রুশ তারকা আন্দ্রে রুভলেভকে। তবে সেমিফাইনালের পর টেনিসপ্রেমীদের চর্চায় উঠে আসে ইতালীয় তারকার নাম। চার সেটের লড়াইয়ে নোভাক জকোভিচকে হারিয়ে দেন তিনি। প্রথম ইতালীয় খেলোয়াড় হিসাবে অস্ট্রেলীয় ওপেনের সিঙ্গলস ফাইনালে ওঠেন। এটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। এর আগে সিনারের সেরা পারফরম্যান্স ছিল ২০২৩ সালের উইম্বলডনের সেমিফাইনালে ওঠা।
তবে ফাইনালে মেদভেদেভের বিরুদ্ধে খেলতে নেমে বেশ চাপে পড়ে যান সিনার। প্রথম দুই সেটে কার্যত উড়ে যান রুশ তারকার দাপটে। কিন্তু তৃতীয় সেট থেকে ধীরে ধীরে ফাইনালের চাপের সঙ্গে মানিয়ে নিতে থাকেন। কার্যত রূপকথার কামব্যাক দেখল রড লেভার এরিনা। টানা তিন সেট জিতে নিলেন সিনার। ৩-৬,৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ ফলে ম্যাচ জিতে তুলে নিলেন জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।