shono
Advertisement

কেপটাউনে ওয়ার্নকে টপকালেন বুমরাহ, গড়লেন অনন্য নজির

কী করলেন ভারতের তারকা পেসার?
Posted: 05:53 PM Jan 05, 2024Updated: 05:53 PM Jan 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেপটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে বুমরাহ (Jasprit Bumrah) বিস্ফোরণে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামে। শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটার সোশাল মিডিয়ায়  লিখেছেন, ”কেপটাউনের মতো পিচে কোন চ্যানেলে বল ফেলতে হয়, সেটাই দেখিয়েছে বুমরাহ।” দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেন বুমরাহ। কেপটাউনে ৬ উইকেট নেওয়ার ফলে বুমরাহ টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার শেন ওয়ার্নকে (Shane Warne)।
সফরকারী দলের বোলার হিসেবে কেপটাউনে বুমরাহ এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। কেপটাউনে বুমরাহর উইকেট সংখ্যা এখন ১৮। কেপটাউনে প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্নের উইকেট সংখ্যা ছিল ১৭। 

Advertisement

[আরও পড়ুন: আত্মহত্য়ায় প্ররোচনা! ২০০৭ বিশ্বজয়ী দলের যোগিন্দর শর্মার বিরুদ্ধে দায়ের অভিযোগ]

সফরকারী দলের বোলার হিসেবে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার কলিন ব্লাইথ কেপটাউনে নেন ২৫টি উইকেট। কেপটাউনে ব্লাইথই সর্বোচ্চ উইকেট শিকারী।
ওয়ার্নকে টপকে যাওয়া ছাড়াও আরও একটি রেকর্ড গড়েছেন বুমরাহ। ভারতের তারকা পেসার ছুঁয়ে ফেললেন ভারতের প্রাক্তন বোলার জাভাগল শ্রীনাথকেও। দক্ষিণ আফ্রিকায় শ্রীনাথ তিনবার পাঁচ উইকেট নেন। বুমরাহও ছুঁলেন অগ্রজ বোলারকে। 

[আরও পড়ুন: ‘সরকার কাজ না করলে সংবিধান নিজের পথে চলবে’, সন্দেশখালি নিয়ে মন্তব্য রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement