shono
Advertisement

সর্বোচ্চ দামে বিক্রি হলেন ভারতীয় মিস্ট্রি স্পিনার, অবশেষে দল পেলেন যুবি

একনজরে দেখে নিন কোন ক্রিকেটার কত মূল্যে কোন দলে গেলেন। The post সর্বোচ্চ দামে বিক্রি হলেন ভারতীয় মিস্ট্রি স্পিনার, অবশেষে দল পেলেন যুবি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:53 PM Dec 18, 2018Updated: 09:53 PM Dec 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরুণ চক্রবর্তী। অনেক ক্রিকেটপ্রেমীর কাছেই এ নাম হয়তো অজানা। কিন্তু এই ক্রিকেটারই মঙ্গলবার চমকে দিলেন গোটা ক্রিকেট মহলকে। আট কোটি ৪০ লক্ষ টাকায় বিক্রি হলেন তিনি। কিনে নিল প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। অর্থাত আসন্ন আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় জয়দেব উনাদকাটের সঙ্গে জুড়ে গেল বরুণের নামও। এদিকে প্রথম বিড অবিক্রিত থাকলেও দিনের শেষে দল পেলেন যুবরাজ সিং।

Advertisement

[রিসেপশনের রাতে বউকে ভুলে ডার্বি জয়ের সেলিব্রেশনে মাতলেন বর!]

প্রথমবার আইপিএলে খেলবেন তামিলনাড়ুর মিস্ট্রি স্পিনার বরুণ। বিজয় হাজারে ও রনজিতে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছিলেন। আর তাই তো অভিষেকেই ছক্কা হাঁকালেন। এক্কেবারে সর্বোচ্চ দামে তাঁকে তুলে নিল পাঞ্জাব। মজার বিষয় হল, তাঁর ন্যূনতম মূল্য ছিল ২০ লক্ষ টাকা। বরুণ ভেবেছিলেন, সেই দামেই হয়তো কোনও দল তুলে নেবে তাঁকে। কিন্তু এভাবে যে তাঁকে নিয়ে দড়ি টানাটানি চলবে, তা ভাবতেও পারেননি তিনি। কলকাতাও তারঁ জন্য ঝাঁপিয়েছিল। তবে বাজিমাত করে পাঞ্জাবই। অপ্রত্যাশিত দাম পেয়ে উচ্ছ্বসিত স্পিনার। এদিকে, প্রথমবারের বিডে ফ্র্যাঞ্চাইজিগুলি যুবির দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও শেষমেশ ন্যূনতম এক কোটি টাকা মূল্যে তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। একনজরে দেখে নিন কোন ক্রিকেটার কত মূল্যে কোন দলে গেলেন।

    • পাঁচ কোটি টাকার বিনিময়ে শিবম দুবে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।
    • বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেলেন ইংল্যান্ডের স্যাম কারেন। সাত কোটি ২০ লক্ষ টাকায় পাঞ্জাবে বিক্রি হলেন তিনি।
    • খানিকটা অপ্রত্যাশিতভাবে পাঁচ কোটি টাকা দিয়ে চেন্নাই সুপার কিংস কিনে নিল পেসার মোহিত শর্মাকে।
    • আসন্ন মরশুমেও কেকেআর-এ খেলতে দেখা যাবে না বাংলার পেসার মহম্মদ শামিকে। ৪ কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে পাঞ্জাবে খেলবেন তিনি।
    • পাঁচ কোটির বিনিময়ে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে তুলে নিল দিল্লি ডেয়ারডেভিলস।
    • পৃথ্বীরাজ ইয়ারা, শ্রীকান্ত মুধেকে কে ২০ লক্ষ টাকায় নিল কেকেআর। এর আগে ক্যারিবিয়ান তারকা ব্রেথওয়েটকে তুলে নেয় কেকেআর। পাঁচ কোটি টাকায় বিক্রি হন তিনি।
    • চার কোটি ২০ লক্ষ টাকা দিয়ে সিমরন হেটমেয়ারকে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
    • দুকোটি টাকায় হনুমা বিহারী যোগ দিলেন দিল্লি ডেয়ারডেভিলসে।
    • এক কোটি ২০ লক্ষ টাকা দিয়ে সানরাইজার্স হায়দরাবাদ দলে নিল বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে।

তবে জয়পুরে নিলামের মঞ্চে অবিক্রিতই থেকে গেলেন ডেল স্টেইন, চেতেশ্বর পূজারা, ব্র্যান্ডন ম্যাকালাম, ক্রিস ওকস, অ্যালেক্স হ্যালস, ক্রিস জর্ডনের মতো তারকারা। নিলামে ব্রেথওয়েট ছাড়া উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ করল না কেকেআর। সেদিক থেকে দেখতে গেলে পাঞ্জাবই সুন্দভাবে দল গুছিয়ে নিল।

The post সর্বোচ্চ দামে বিক্রি হলেন ভারতীয় মিস্ট্রি স্পিনার, অবশেষে দল পেলেন যুবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement