shono
Advertisement

Breaking News

কর্নাটকের হয়ে আগুনে বোলিং আর্চারের, আউট করলেন তাঁরই দুই সতীর্থকে, ব্যাপারটা কী?

রইল আর্চারের আগুনে বোলিংয়ের ভিডিও।
Posted: 08:00 PM Mar 15, 2024Updated: 08:00 PM Mar 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের হয়ে খেলছেন জোফ্রা আর্চার (Jofra Archer)। এই পর্যন্ত পড়ার পরে অনেকেই অবাক হয়ে যেতে পারেন। ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার কীভাবে কর্নাটক দলের হয়ে খেলেন?
কাউন্টি দল সাসেক্স এদেশে ১০ দিনের প্রি সিজনে এসেছে। আর্চার নিজে সাসেক্সের ক্রিকেটার। কিন্তু প্রস্তুতি ম্যাচে কর্নাটক দলে পরিবর্ত হিসেবে খেলেন ইংল্যান্ডের তারকা পেসার। কর্নাটক দলে অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের ভিড়। সেই দলের হয়েই নিজের কাউন্টি ক্লাব সাসেক্সের বিরুদ্ধে নামেন আর্চার।
দুদিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিন বল করেননি আর্চার। দ্বিতীয় দিন বল করেন তিনি। সাসেক্সের দুই সতীর্থকে আউট করেন ইংল্যান্ডের এই তারকা পেসার। ১২ মাস প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলেননি আর্চার। কিন্তু ম্যাচে তাঁকে বেশ ছন্দে বল করতে দেখা গিয়েছে। উল্লেখ্য, বেঙ্গালুরুতে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা সাসেক্সের। 

Advertisement

[আরও পড়ুন: বিজেপিতে ‘ঘর ওয়াপসি’ অর্জুনের, গেরুয়া শিবিরে দিব্যেন্দু অধিকারী]

এবারের নিলামের আগে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স রিলিজ করে দেয় আর্চারকে। গতবারের আইপিএলে একসময়ে সবাই ধরেই নিয়েছিলেন আর্চার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করবেন। কিন্তু কনুইয়ের চোট তাঁর পারফরম্যান্সের উপরে প্রভাব ফেলে। শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়েই দেয়।

 

[আরও পড়ুন: নতুন মরশুমে নতুন পরিচয়, নাম বদলাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement