সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামি (Mohammed Shami) কি আইপিএলের জন্য অনুশীলন শুরু করে দিলেন? ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মহম্মদ শামি। সেখানে দেখা যাচ্ছে শামি ব্যাটিং অনুশীলন করছেন। নেটে বিভিন্ন ধরনের শট খেলছেন ভারতের তারকা পেসার।
কখনও ফ্লিক করছেন, কখনও ড্রাইভ মারছেন, আবার উঁচু শটও খেলছেন বাংলার তারকা পেসার। খেলার পাশাপাশি রিভার্স সুইপও মারছেন শামি। ভিডিওর ক্যাপশন হিসেবে ভারতের তারকা পেসার লিখেছেন, ”কঠিন পরিশ্রমের ফল পাওয়া যায়।” ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে শামি তাঁর ব্যাটিংয়ে শান দিচ্ছেন।
আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২ জুন বল গড়াচ্ছে এই মেগা ইভেন্টের। এবারের টুর্নামেন্ট হবে মার্কিন মুলুক ও ওয়েস্ট ইন্ডিজে। ৫ জুন ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। মহম্মদ শামি কি খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে? শামি জানাচ্ছেন, আইপিএলে ভালো খেললে বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে। পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পরে প্রকাশিত হয়েছে খবর, গোড়ালিতে চোট নিয়ে মেগাটুর্নামেন্টে খেলেছেন শামি (Mohammed Shami)।
[আরও পড়ুন: কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচ বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনি]
তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকলেও শেষ মুহূর্তে খেলেননি শামি। আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেও নেই তিনি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট দলেও নেই শামি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশি টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ পাচ্ছে না টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে রয়েছে কেবল আইপিএল। আইপিএল খেলে বিশ্বকাপের প্র্স্তুতি নেবেন তারকারা। শামিও হয়তো নিজেকে তৈরি করছেন আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।