আইজল এফসি: ১ (ক্রোমা)
মোহনবাগান: ২ (হেনরি, বিক্রমজিৎ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ম্যাচে চার্চিলের কাছে ড্র করে আত্মবিশ্বাসে জোর ধাক্কা লেগেছিল সোনি নর্ডিদের। এদিকে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে প্রতিবেশী ক্লাব। এমন পরিস্থিতিতে আই লিগে সম্মানজনক জায়গায় থাকতে বদ্ধপরিকর টিম মোহনবাগান। আর সেই বডি ল্যাঙ্গুয়েজই শনি-দুপুরে ধরা পড়ল পাহাড়ের স্টেডিয়ামে। স্ট্যানলি রোজারিওর ছেলেদের তাঁদের মাঠেই মাটি ধরালেন ডিকা, হেনরিরা। অবশেষে জয়ের খরা কাটিয়ে কাঙ্খিত তিন পয়েন্ট ঝুলিতে ভরল গঙ্গাপারের ক্লাব।
[আইএসএলে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি ফি দেবে না দুই প্রধান]
একদা মিত্রদের বিরুদ্ধেই এদিন ছিল মর্যাদা রক্ষার লড়াই। আর মাঠে নামার আগে খালিদ জামিলের চিন্তা ছিল দলের রক্ষণভাগ নিয়ে। ডিফেন্সের দুর্বলতা বড্ড বেশি প্রকট হয়েছে গত দুই ম্যাচে। কিন্তু এদিন অনেকটা গুছিয়ে খেললেন বাগান ডিফেন্ডাররা। এক গোলে পিছিয়ে ক্রোমা একটি গোল করে দলকে সমতায় ফেরালেও সবুজ-মেরুন রক্ষণ দুর্গকে দ্বিতীয়ার্ধে টলাতে পারেনি। উলটে ফ্রি-কিককে পুরোদমে কাজে লাগাল মোহনবাগান। সোনির নেওয়া শট থেকে গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করে দেন বিক্রমজিত সিং। তবে এদিন জয়ের লক্ষ্যে নেমে প্রথমেই প্রতিপক্ষকে বিপাকে ফেলে দিতে সফল হয়েছিলেন হেনরি কিসেকা। গুরজিন্দরের লং ডেলিভারি থেকে গোল করেন উগান্ডার তারকা।
[জঙ্গি হামলা ভুলে পোশাক দেখাতে ব্যস্ত সানিয়া, নেটদুনিয়ায় বিতর্কের ঝড়]
একসময় আইজলকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন খালিদ জামিল। তারপর ইস্টবেঙ্গলের কোচ হিসেবে পাহাড়ে হিসেবে সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেসব দিন অবশ্য অতীত। তবে এদিন বাগান কোচ হিসেবে নিজের পুরনো দলকে হারিয়ে অনেকটাই স্বস্তিতে খালিদ। স্বস্তিতে সবুজ-মেরুন শিবিরও। কারণ এদিনের পর ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা নেরোকাকে ছুঁয়ে ফেলল তারা। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ষষ্ঠস্থানেই রইল গঙ্গাপারের ক্লাব।
The post অ্যাওয়ে ম্যাচে আইজলকে হারিয়ে স্বস্তি ফিরল মোহনবাগানে appeared first on Sangbad Pratidin.