সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপের (Kalinga Super Cup) পয়েন্ট তালিকায় মোহনবাগান এখন দ্বিতীয় স্থানে। মহাগুরুত্বপূর্ণ ডার্বির বল গড়ানোর আগে ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়ে রয়েছে। কিন্তু মোহনবাগানের কোচ ক্লিফোর্ড মিরান্ডা (Clifford Miranda) আশাবাদী। ডার্বির লড়াইয়ের শেষে তাঁর দলই সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করবে বলেই মনে করেন মিরান্ডা।
কোচ হিসেবে প্রথমবার ডার্বিতে নামবেন ক্লিফোর্ড। জুয়ান ফেরান্দোকে সিংহাসনচ্যুত করা হয়েছে। আন্তোনিও লোপেজ হাবাসকে হেড কোচ করা হয়েছে। তিনি ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু ডার্বিতে হাবাসের হাতে থাকবে না মোহনবাগানের (Mohun Bagan) রিমোট কন্ট্রোল। ক্লিফোর্ড মিরান্ডা বলছেন, ”এই ম্যাচের গুরুত্ব আমাদের জানা। শুধুমাত্র ডার্বির নিরিখে নয়। সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করার জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।”
[আরও পড়ুন: ড্র করলেই সেমিফাইনালে ইস্টবেঙ্গল, ডার্বির আগে কী বলছেন কুয়াদ্রাত?]
সাতজন সবুজ-মেরুন ফুটবলার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। কে আশিক চোটের লাল চোখ দেখে ছিটকে গিয়েছেন। ক্লিফোর্ড মিরান্ডা বলছেন, ”এটা আমার প্রথম ডার্বি। আমি অত্যন্ত উত্তেজিত। আমার কাছে এটা আরও একটা ম্যাচ যেখানে আমি নিজের কাজটা করে যেতে চাই। খেলোয়াড়দেরও নিজেদের কাজটা করে যেতে হবে। পুরোদস্তুর শক্তিশালী দল নিয়ে খেলতে নামলে ভালো হত। কিন্তু যারা খেলবে তাদের একশো শতাংশ দিতে হবে।”
সুপার কাপে মোহনবাগানের ডিফেন্সে রক্তাল্পতা দেখা যাচ্ছে। কিন্তু গোল হজম করে পিছিয়ে থাকলেও মোহনবাগান কিন্তু দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ম্যাচের রং বদলে দিয়েছেন পেত্রাতোস। এই অজি তারকা ফুটবলারই ডুরান্ড কাপ ফাইনালে গোল করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেন। কলিঙ্গ সুপার কাপের ডার্বির শেষে কার মুখে তোলা থাকবে হাসি, তার উত্তর দিয়ে যাবে সময়।