সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের (Boria Majumder) মুকুটে নতুন পালক। বৃহস্পতিবার প্রকাশিত হল তাঁর নতুন বই ‘ওড়িশা অ্যান্ড স্পোর্টস: আ স্টোরি অফ অ্যান্ড গ্লোরি’। ওড়িশার ক্রীড়া ইতিহাস নিয়ে লেখা এই বই প্রকাশ করেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নিজেই। অনুষ্ঠানে হাজির ছিলেন বইটির আরেক লেখক ভিনিল কৃষ্ণা।
[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবস উদযাপন LIVE UPDATE: দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর]
নিজেই টুইট করে বই প্রকাশের খবর জানান বিখ্যাত সাংবাদিক। এক্স হ্যান্ডেলে বোরিয়া জানান, “সারাদিন ধরে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা হল। তার পরেই প্রকাশিত হয়েছে আমাদের বই, ‘ওড়িশা অ্যান্ড স্পোর্টস: আ স্টোরি অফ হোপ অ্যান্ড গ্লোরি।’ বই প্রকাশ অনুষ্ঠানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ছাড়াও হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব ভি কে পান্ডিয়ান।
নতুন বইয়ের বিষয়বস্তু কী? এক্স হ্যান্ডেলে বোরিয়া জানিয়েছেন, গত কয়েকবছরে ওড়িশার ক্রীড়া সংস্কৃতি কীভাবে পালটে গিয়েছে, সিস্টেম গড়ে কীভাবে প্রতিভাবান খেলোয়াড়দের স্বপ্নপূরণ হয়েছে-সমস্ত কিছুই উঠে এসেছে এই বইয়ের পাতায়। ভিনিল কৃষ্ণা ও বোরিয়া মজুমদারের লেখা বইটি প্রকাশিত হয়েছে ওড়িশায় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে।