shono
Advertisement

ODI World Cup 2023: তেইশের কোহলি যেন বাইশের মেসি, মিল পাচ্ছেন মাইকেল ভন

কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ ভন।
Posted: 03:57 PM Oct 25, 2023Updated: 03:57 PM Oct 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে বিরাট কোহলি (Virat Kohli)। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) কিন্তু বিরাট ছন্দ দেখে কোহলির সঙ্গে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির (Lionel Messi) তুলনা টেনেছেন। কাতারে বিশ্বকাপ হাতে তুলেছেন কোহলি। আজের্ন্টিনা দলকে একাই টেনে নিয়ে গিয়েছেন।
কোহলিও এখনও পর্যন্ত একই ভাবে টিম ইন্ডিয়া-কে টেনে নিয়ে যাচ্ছেন। শচীন তেণ্ডুলকরকেও তাড়া করছেন। কোহলিকে দেখে মাইকেল ভন বলছেন, ”ফাইনালের আগে বিরাট যদি ৪৯-তম সেঞ্চুরি করে এবং ফাইনালে ৫০-তম শতরান করে, তাহলেও আমি বিস্মিত হব না। গ্রেট প্লেয়াররাই বিশ্বকাপে নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে খেলতে নামে। এটা তাঁদের লিগ্যাসির পরিচায়ক। লিওনেল মেসির কথাই ধরা যাক। আর্জেন্টিনার হয়ে ওকে বিশ্বকাপ জিততেই হতো। বিরাট কোহলি ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেছে। কোহলিকে দেখে মনে হচ্ছে ও একাই দলকে টেনে নিয়ে যাবে।” 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়ে জ্যাভলিনে সোনা সুমিতের, অভিনন্দন জানালেন মোদি]

ঘরের মাঠে ভারতীয় দলকে দেখে অনেকেরই মনে হচ্ছে বিশ্বকাপ জেতার ব্যাপারে সবার থেকে এগিয়ে রোহিত শর্মার দল। কিন্তু ভারতকে কি থামানো সম্ভব? মাইকেল ভন বলছেন, ”ভারতকে কীভাবে থামানো সম্ভব সেটাই আমি জানতে চাই। শুরুতে কয়েকটি উইকেট তুলে নিলেও পিচে বিশেষ কিছুই নেই। দ্রুত তিন-চারটে উইকেট কীভাবে তুলে নেওয়া সম্ভব ভারতের? অস্ট্রেলিয়া একমাত্র দল হিসেবে ভারতের তিনটি উইকেট দ্রুত তুলে নিতে পেরেছিল। কিন্তু দ্রুত উইকেট তুলে ভারতকে বেগ দেওয়া সম্ভব হবে বলে মনে হয় না আর কারও পক্ষে।” 

[আরও পড়ুন: ‘আমার একশো শতাংশ এখনও দেখাই যায়নি’, বলছেন ভারতের তারকা গিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement