পদক জয়ের আশা জাগিয়ে ৪১ বছর পর Olympic-এর শেষ আটে ভারতীয় মহিলা হকি দল

08:34 PM Jul 31, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) মঞ্চে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল। দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠল তাঁরা। পুল ‘এ’-র শেষ ম্যাচে গ্রেট ব্রিটেন (Great Britain) ২-০ গোলে হারানোর পরই শেষ আটে পৌঁছে গেল ভারতীয় মহিলা হকি দল।

Advertisement

এর আগে দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারিয়েছিলেন রানি রামপালরা। হ্যাটট্রিক করেছিলেন ভারতের বন্দনা কাটারিয়া। অলিম্পিকে একমাত্র ভারতীয় মহিলা হিসেবে হ্যাটট্রিক করার নজিরও গড়ে ফেলেন তিনি। তবে নকআউট পর্বে যাওয়ার জন্য গ্রুপে চতুর্থ স্থান পেতে হত ভারতীয় মহিলা দলকে। আর সেজন্য গ্রেট ব্রিটেনের ম্যাচের দিকেই সবার নজর ছিল। শেষপর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্রিটেন জিতে যাওয়ায় শেষ আটে পৌঁছে গেল ভারত। সোমবার কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফলে লড়াই মোটেই সহজ নয় ভারতীয় মহিলা হকি দলের জন্য।

 

Advertising
Advertising

[আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি স্টোকসের, খেলবেন না ভারতের বিরুদ্ধেও]

এদিন অলিম্পিকে বলতে গেলে ভারতীয়দের দিনটা মোটেই ভাল ছিল না। ব্যাডমিন্টনে যেমন হেরে গিয়েছেন সিন্ধু। তেমনই একাধিক ইভেন্টে পরাজয়ের মুখে পড়তে হয়েছে ভারতীয় অ্যাথলিটদের। যেমন অতনু দাস হেরে গিয়েছেন তিরন্দাজিতে। সেলিংয়ে গনপতি কেলাপাণ্ডা এবং বরুণ ঠাক্কার দশ নম্বর রেসে দশম ও ১১ নম্বর রেসে নবম স্থান অর্জন করেন। শুটিংয়ে অঞ্জুম মৌদগিল এবং তেজস্বিনী সাওয়ান্ত মেডেল ইভেন্টের জন্যই কোয়ালিফাই করতে পারেননি। এছাড়া লং জাম্পে মুরলি শ্রীশংকর ২৫ তম স্থানে শেষ করায় ফাইনালে উঠতে পারেননি।

 

[আরও পড়ুন: Tokyo Olympics: তিরন্দজিতে আশা জাগিয়েও বিদায় অতনু দাসের, ডিসকাসের ফাইনালে কমলপ্রীত]

Advertisement
Next