shono
Advertisement

তদন্ত পক্ষপাতদুষ্ট! ব্রিজভূষণের শাস্তি না হলে সরকারি সম্মান ফেরানোর হুঁশিয়ারি কুস্তিগিরদের

তদন্তকারীদের উপর আস্থা রাখতে পারছেন না সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা।
Posted: 12:33 PM May 19, 2023Updated: 12:33 PM May 19, 2023

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: টানা ধরনা, আদালতের হস্তক্ষেপ। তাতেও কাজ হচ্ছে না। বহাল তবিয়তে ঘুরছেন ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। শেষে তদন্তকারী আধিকারিকদের উপর বিরক্ত হয়ে কেন্দ্রের দেওয়া বিভিন্ন সম্মান ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়ারা।

Advertisement

একটি সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকরা নির্যাতিতাদের কাছে তাঁদের অভিযোগের প্রমাণ হিসাবে ভিডিও/অডিও ক্লিপ ও ছবি চেয়েছেন। এতেই বেজায় চটেছেন কুস্তিগিররা। তাঁদের বক্তব্য, কারও উপর যখন যৌন নিগ্রহ হয়, তখন কি কেউ তা রেকর্ড করে রাখে? আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন কুস্তিগীররা। যন্তরমন্তরে আন্দোলনে বসে থাকা এক কুস্তিগির জানান, তদন্তকারীদের একজন বলেছেন, কোনও বাবা যেভাবে তাঁর সন্তানের গায়ে হাত দেন, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংও সেভাবেই হাত দিয়ে থাকতে পারেন।

[আরও পড়ুন:  WBBSE Madhyamik Class 10 Result 2023: ৭৬ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর]

এই ধরনের বক্তব্যের পর আরও একবার কুস্তিগিররা জানিয়ে দিলেন, যেভাবে তদন্ত চলছে, তাতে তাঁদের কোনও ভরসা নেই। সাক্ষী-বিনেশদের দাবি, যে নাবালিকারা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা যে স্কুলে পড়াশোনা করে, সেখানে তাঁদের জন্মের তারিখ বদল করে প্রাপ্তবয়স্ক প্রমাণ করার চেষ্টাও করা হচ্ছে। এই প্রসঙ্গে সাক্ষী মালিক বলেছেন, “ওরা যদি আমাদের ন্যায় দিতে না পারে, তবে ওদের দেওয়া সম্মান নিয়ে আমরা কী করব? প্রয়োজনে সব ফেরত দিয়ে দেব।” এদিন দিল্লি ফিরে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ধরনাস্থলে যান।

[আরও পড়ুন: আইনমন্ত্রক হারানোর পর রিজিজুর প্রথম টুইটেই প্রধান বিচারপতির নাম! কী বললেন তিনি?]

সম্প্রতি আন্দোলনরত ক্রীড়াবিদদের উদ্দেশে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) আবেদন করেছিলেন, যেহেতু তাঁদের সব দাবিই একে একে মেনে নেওয়া হচ্ছে, তাই তাঁরা যেন আন্দোলন তুলে নেন। পালটা এক সাংবাদিক সম্মেলনে বিনেশ ফোগাট বলেছিলেন, রোজ একটু একটু করে নিরাপত্তা বেষ্টনী আঁটোসাটো করে যন্তর মন্তরে জেলের আবহ তৈরির চেষ্টা চলছে। শোনা যাচ্ছে যন্তর মন্তর থেকে বেরিয়ে রামলীলা ময়দানে (Ramlila Maidan) যেতে চলেছেন কুস্তিগিররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement