সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) এখনও অনেক দেরি। কিন্তু এখন থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের উপর চাপ বাড়াতে শুরু করেছে পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ড। তাদের অনুরোধ, এখনই আইসিসি একটি চুক্তি স্বাক্ষরিত করুক। সেই চুক্তিতে উল্লেখ থাকবে, যদি রাজনৈতিক ও কূটনৈতিক এবং নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত (Indian Cricket Team) চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে না আসে, তা হলে পাক বোর্ডকে ক্ষতিপূরণ দিতে হবে।
পিসিবির তরফে এক বিশ্বস্ত সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে পাকিস্তানকে বাছা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পিসিবির সঙ্গে আয়োজন সংক্রান্ত কোনও চুক্তি স্বাক্ষর করেনি। সূত্রের তরফে জানা গিয়েছে, পিসিবি প্রধান জাকা আশরফ এবং সিওও সালমান নাসের আমেদাবাদে আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানেই পাকিস্তানে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথাবার্তা হয়েছে। সূত্রটি আরও দাবি করেছে, ওই বৈঠকেই ভারতের পাকিস্তানে খেলতে না আসা নিয়েও কথাবার্তা হয়েছে। পিসিবির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যেকোনও পরিস্থিতিতে আইসিসিকে এই ব্যাপারে একতরফা সিদ্ধান্ত নেওয়া এড়াতে হবে।
[আরও পড়ুন: হার্দিক জমানার ইতি, গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক শুভমান গিল]
এছাড়াও সূত্রটি জানিয়েছে, পাক কর্তারা আইসিসিকে জানিয়েছে, ভারত যদি নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে আসতে না চায় তা হলে আইসিসি যেন স্বাধীন কোনও নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেয়। ওই সংস্থা নিরাপত্তা বিষয়ক পরিস্থিতি মূল্যায়ন করতে পাকিস্তান সরকার ও নিরাপত্তার সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারে। পিসিবি কর্তারা জানিয়েছেন, ‘‘গত দু’বছরে বিশ্বের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় দল নিরাপত্তা সংক্রান্ত কোনও উদ্বেগ ছাড়াই পাকিস্তান সফরে এসেছে। তাঁরা একথা জানিয়েছে, ভারত যদি পাকিস্তানে দল না পাঠায় এবং তাদের ম্যাচগুলি যদি অন্যত্র সরানো হয়, তা হলে আইসিসিকে অবশ্যই পাকিস্তানকে ক্ষতিপূরণ দিতে হবে।’’