সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan) ভাগ্য সুতোয় ঝুলছে। শেষ পর্যন্ত বাবর আজমের দল শেষ চারে পৌঁছবে কি না, তা বলবে সময়। পাক-দল শহর কলকাতায় পৌঁছে গিয়েছে। ১১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা পাকিস্তানের।
ইসলামাবাদেও পাক-ক্রিকেট নিয়ে অস্থিরতা চলছে। বিশ্বকাপের মাঝেই পাক ক্রিকেট বোর্ডের (PCB) নির্বাচক প্রধান ইনজামাম উল হকের (Inzamam ul Haq) বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে। এবং পিসিবি জানিয়ে দিয়েছে, পদত্যাগপত্র গৃহীত হয়েছে প্রাক্তন পাক অধিনায়কের।
[আরও পড়ুন: ‘শাকিব বিরোধী’ মন্তব্যের জের, বড় বিপাকে বাংলাদেশের বোলিং কোচ ডোনাল্ড]
৩০ অক্টোবর স্বার্থের সংঘাতের কারণে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ইনজামাম। খবর অনুযায়ী, ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন পাক অধিনায়ক। এই কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন ইনজি। আবার এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তালহা রেহমানি নামে এক ক্রিকেট এজেন্ট। পাক অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি। এই প্রেক্ষিতে অনেকেরই মনে হয়েছে, দল নির্বাচনে তালহা রেহমানির কিছু ভূমিকা থাকতেও পারে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল একটি কমিটিকে। সেই কমিটি যাতে স্বচ্ছভাবে কাজ করতে পারে, সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত তিনি নেন বলে জানিয়েছিলেন ইনজামাম। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে আবার দায়িত্বে ফিরবেন বলেও জানিয়েছিলেন ইনজি।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’-এর সাক্ষাৎকারে পিসিবির চেয়ারম্যান জাকা আশরফের সমালোচনা করেছিলেন ইনজামাম। তার কিছুক্ষণ পরেই পিসিবি তাঁর পদত্যগপত্র গ্রহণ করার কথা জানায়। খুব শীঘ্রই তাঁর পরিবর্তের বিকল্পের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
[আরও পড়ুন: ‘শ্রীলঙ্কায় এলে পাথর ছুড়ে মারা হবে’, শাকিবকে হুমকি অ্যাঞ্জেলোর দাদার]