shono
Advertisement

ক্রিকেটার হিসেবে যত ভাল, কোচ রাহুল কি ততটাই? বিশ্বকাপের আগে তাঁর আমলে ছয় লজ্জার হারের পোস্টমর্টেম

হতাশা কাটিয়ে রাহুলের কোচিংয়ে ভারতীয় দল কি আইসিসি ট্রফির খরা মেটাতে পারবে?
Posted: 03:29 PM Aug 09, 2023Updated: 12:58 PM Aug 29, 2023

সব্যসাচী বাগচী: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) প্রায়শই বলে থাকেন, “রাহুল ভাল কোচ। ওকে একটু সময় দেওয়া দরকার।”

Advertisement

তবে সবাই কিন্তু টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচের পারফরম্যান্স নিয়ে খুশি নন। কয়েক দিন আগে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি হারতেই তাঁর প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) সটান বলে দেন, “রাহুল ভাই সিনিয়র দলের কোচ হিসেবে নিজেকে মেলে ধরতে পারছেন না।”

হরভজন সিং (Harbhajan Singh) দলের হালফিলের পারফরম্যান্স দেখার পর একেবারে হতাশ। ঠোঁটকাটা সর্দার বলে দেন, “ব্যাটার হিসেবে রাহুল কত বড় মাপের সেটার সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়ের তুলনা করা চরম বোকামি।” বুঝে নিতে অসুবিধা হয় না, ভাজ্জি কী বোঝাতে চাইলেন।

যুবরাজ সিং (Yuvraj Singh)। তিনিও রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) কোচকে সার্টিফিকেট দিতে রাজি নন। তাঁর মতে, “আগ্রাসী মনোভাব না আনলে ঘরের মাঠে ফের বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে যাবে।”

ওঁরা সবাই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সতীর্থ। ‘দ্য ওয়াল’ কত বড় ব্যাটার সেটা নিয়ে ওঁদের কারও মনে বিন্দুমাত্র সংশয় নেই। তবে সৌরভ ছাড়া আর কেউ রাহুলকে সিনিয়র দলের কোচ হিসেবে একেবারেই মেনে নিতে পারছেন না। অবশ্য ওঁদের দাবি তো একেবারে ফেলে দেওয়ার নয়। ২০২১-২২ মরসুমে দক্ষিণ সফরে গিয়ে তাঁর কোচিংয়ে সিরিজের প্রথম টেস্ট জিতলেও, বাকিটা সবাই জানেন। টেস্টের পর একদিনের সিরিজেও ভারতের ভরাডুবি ঘটে। 

পরিসংখ্যান আরও রয়েছে। রাহুলকে দায়িত্ব দেওয়ার পর ভারতীয় দল বিদেশের মাটিতে অন্তত একটা ম্যাচ না হেরে দেশে ফিরতে পারেনি। ঘরের মাঠে কয়েকটা সিরিজে টিম ইন্ডিয়া জিতলেও, বড় প্রতিযোগিতায় পারফরম্যান্স কোথায়! ২০২২ সালের এশিয়া কাপ, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায়। এরসঙ্গে যোগ হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ২০৯ রানে লজ্জার হার। ফলে এবারের এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) যে কোচ রাহুলের কাছে অ্যাসিড টেস্ট, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

অধিনায়ক রোহিতের সঙ্গে রাহুলের চাপও বাড়ছে। ফাইল ছবি

[আরও পড়ুন: ‘টি-টোয়েন্টির কোচ হিসেবে সক্রিয় নন দ্রাবিড়! হার্দিক সাহায্য পাচ্ছেন না’, বিস্ফোরক মন্তব্য তারকা প্রাক্তনের]

রাহুলের ভুল সিদ্ধান্তের জন্য ভারতের ছয়টি হারের উদাহরণ…

১) দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে জোড়া সিরিজ হার

২০২১-২২ মরশুমে ভারতীয় ক্রিকেট দল যখন রামধনুর দেশে গিয়েছিল। সেই সময় দক্ষিণ আফ্রিকা একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করে। পাশাপাশি তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ লিড পেয়েও শেষ পর্যন্ত হারতে হয় ভারতকে। বিদেশের মাটিতে আবারও টিং ইন্ডিয়া অসহায় আত্মসমর্পণ করেছিল।

২) এশিয়া কাপে লজ্জার পারফরম্যান্স

২০২২ এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারত। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই এমন লজ্জার হার হজম করেছিল টিম ইন্ডিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও দুর্বল হংকং-কে হারালেও, এরপর বাবর আজমের দল ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যায় ভারত।

৩) টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। বিরাট কোহলির ব্যাটে পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতা দারুণ ভাবে শুরু করেছিল টিম ইন্ডিয়া। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নেয় রোহিত শর্মার দল। তাদের হারতে হয়েছিল। সেই কাপ যুদ্ধে দলের অন্যতম সেরা বোলার যুজবেন্দ্র চাহালকে কেন বসিয়ে রাখা হল, সেই উত্তরও পাওয়া যায়নি। তাঁকে একটাও ম্যাচে না খেলানোর কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।

৪) বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে হার

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ হেরে যায় রোহিতের ভারত। শেষ ম্যাচে ঈশান কিষান ডবল সেঞ্চুরি করেন এবং সেই দৌলতে টিম ইন্ডিয়া ২২৭ রানে জিতলেও, ২-১ ব্যবধানে সিরিজ জিতে যায় টাইগার্সরা।

৫) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হার

চলতি বছর ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজেও হেরে যায় টিম ইন্ডিয়া। পূর্ণ শক্তির দল মাঠে নামিয়েও প্যাট কামিন্সদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে হেরেছিল ‘মেন ইন ব্লু ব্রিগেড’। প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতলেও, বাকি দুই ম্যাচে দাপট দেখিয়ে সিরিজ জিতে অস্ট্রেলিয়া।

৬) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লজ্জার হার

ভারতীয় দলের কোচ হিসেবে রাহুলের নিয়োগের পর টিম ইন্ডিয়া একবারই আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠতে পেরেছিল। কিন্তু ওভালের সেই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে যায় ভারত। ফলে পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া করতে হয় টিম ইন্ডিয়াকে।

আপাতত ক্যারিবিয়ান সফরে ব্যস্ত ভারতের হেড কোচ। এরপর কয়েকটা দিন ছুটি কাটিয়ে আবার তাঁকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এশিয়া কাপ ও ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ ছাড়াও, অজিদের বিরুদ্ধে খেলতে হবে একদিনের সিরিজ। একরাশ হতাশা কাটিয়ে রাহুলের কোচিংয়ে ভারতীয় দল কি আইসিসি ট্রফির খরা মেটাতে পারবে? উত্তর দেবে সময়।

[আরও পড়ুন: কার নির্দেশে, কোন স্বপ্নের তাগিদে অবসর ভাঙলেন মনোজ তিওয়ারি? জানতে পড়ুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement