shono
Advertisement

আসন্ন বিশ্বকাপ পর্যন্ত বিরাটদের ‘হেডস্যার’ রবি শাস্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর নাটকের পর অবশেষে সরকারিভাবে ঘোষণা করা হল টিম ইন্ডিয়ার নতুন কোচের নাম৷ বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব নেবেন রবি শাস্ত্রীই৷ ভারত অধিনায়ক বিরাট কোহলির পছন্দেই শেষপর্যন্ত শিলমোহর পড়ল৷এর পাশাপাশি বিদেশ সফরে কোহলিদের ব্যাটিং পরামর্শদাতা হলেন রাহুল দ্রাবিড়৷ শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে […] The post আসন্ন বিশ্বকাপ পর্যন্ত বিরাটদের ‘হেডস্যার’ রবি শাস্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:34 PM Jul 11, 2017Updated: 05:43 PM Jul 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর নাটকের পর অবশেষে সরকারিভাবে ঘোষণা করা হল টিম ইন্ডিয়ার নতুন কোচের নাম৷ বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব নেবেন রবি শাস্ত্রীই৷ ভারত অধিনায়ক বিরাট কোহলির পছন্দেই শেষপর্যন্ত শিলমোহর পড়ল৷এর পাশাপাশি বিদেশ সফরে কোহলিদের ব্যাটিং পরামর্শদাতা হলেন রাহুল দ্রাবিড়৷ শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হল জাহির খানকে৷

Advertisement

অনিল কুম্বলের পর ভারতীয় দলের ‘হেডস্যার’ কে হবেন? সোমবারই সমস্ত জল্পনার অবসান ঘটার ইঙ্গিত ছিল। কিন্তু কোচ নির্বাচন পর্ব শেষে উপদেষ্টা কমিটির সদস্যরা সিদ্ধান্ত জানাতে আরও কয়েকদিন সময় চেয়ে নেন। তবে মঙ্গলবারই নতুন কোচ হিসেবে ছড়িয়ে পড়ে রবি শাস্ত্রীর নাম। জানা যায়, আগামী বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই-এর উপদেষ্টা কমিটি। কিন্তু তারপর আচমকাই বোর্ডের তরফে অন্য খবর শোনা যায়। সাংবাদিক বৈঠকে বোর্ডের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী জানান, “কমিটি এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আশা করা যাচ্ছে, শীঘ্রই কোচের নাম ঘোষিত হবে।” এই নিয়ে দিনভর নাটক চলার পর রাতে ফের বিরাটদের কোচের পদে শাস্ত্রীর নামই শোনা যায়৷ সংবাদসংস্থা এএনআই বিসিসিআইয়ের কার্যকরী সভাপতি সি কে খান্নাকে উদ্ধৃত করে জানায়, বিরাটদের কোচ হচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রীই৷ পাশাপাশি জাহির খানকে করা হচ্ছে টিম ইন্ডিয়ার বোলিং কোচ৷ এরপরেই বোর্ডের তরফ থেকে সরকারিভাবে রবি শাস্ত্রীর কোচ হওয়ার কথা জানানো হয়৷ এর সঙ্গেই বিদেশ সফরে কোহলিদের ব্যাটিং পরামর্শদাতা হলেন রাহুল দ্রাবিড়৷ শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হল জাহির খানকে৷

অনিল কুম্বলে পদে থাকাকালীনই কোচ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই কোহলি ও জাম্বোর মধ্যে দূরত্ব সাফ চোখে পড়েছিল। কুম্বলে জমানায় দলের পারফরম্যান্সের গ্রাফ বেশ ভালই ছিল। আর তাই শচীন-সৌরভ-লক্ষ্মণের উপদেষ্টা কমিটি কুম্বলেকেই ক্যারিবিয়ান সফর পর্যন্ত কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ভারতীয় কিংবদন্তি পদত্যাগের সিদ্ধান্ত নিতেই সমস্ত সমীকরণ পালটে যায়। মনের মধ্যে হাজার হতাশা নিয়েই দলের ভালর কথা চিন্তা করে স্বেচ্ছায় বিদায় নেন কুম্বলে। কিন্তু সোমবারও কোচ নিয়ে ধোঁয়াশা থেকে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, কোচ ঘোষণার আগে বিরাট কোহলির সঙ্গে কথা বলতে চান তাঁরা। তারপরেই এদিন সকাল থেকে চলে নাটক৷ কখনও শাস্ত্রীর নাম ঘোষণা করা হয়, আবার কখনও সাংবাদিক বৈঠকে বোর্ডের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী জানান, কমিটি এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।তারপর রাতে ফের শাস্ত্রীকেই বিরাটদের ‘হেডস্যার’ করার কথা জানানো হল৷

[এই টুইট করে বিপাকে পড়লেন মাস্টার ব্লাস্টার]

সোমবার মুম্বইয়ে কোচ নির্বাচনের বৈঠক হয়। কোচ হওয়ার লড়াইয়ে পাল্লা ভারী ছিল মূলত তিনজনের- রবি শাস্ত্রী, বীরেন্দ্র শেহবাগ এবং টম মুডি। এঁদের মধ্যে অবশ্য অবিসংবাদী ফেভরিট ছিলেন শাস্ত্রী। বিরাট কোহলির ভোট যে তাঁর দিকেই, তা ক্রিকেটমহলের কাছে অজানা ছিল না।

২০১৪-য় টিম ডিরেক্টর হিসেবে দলে যোগ দিয়েছিলেন। তখনও ধোনি-কোহলি সবার সঙ্গেই অত্যন্ত সুসম্পর্ক ছিল শাস্ত্রীর। তাঁর আমলেই টেস্টে শীর্ষস্থান পেয়েছিল টিম ইন্ডিয়া। এশিয়া কাপও জিতেছিলেন ধোনিরা। পাশাপাশি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকেও ধরাশায়ী করেছিল ভারত।  বোর্ড সূত্রে খবর ছিল, শাস্ত্রীকে কোচ করা হবে বলেই নাকি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছিল। প্রথমে অবশ্য শাস্ত্রী আবেদন করতে রাজি ছিলেন না। শোনা যায়, শচীন তেণ্ডুলকর তাঁকে বোঝানোর পরই শেষমেশ কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দেন তিনি। এরপরেই মঙ্গলবার দুপুরে শাস্ত্রীই কোচ হচ্ছেন জল্পনা ছড়ায়৷ দেশের বহু সংবাদমাধ্যমে সে খবর প্রকাশিতও হয়৷ তারপরেই তবে বোর্ডের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত কোচ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ ফলে সবার মনেই ধোঁয়াশা সৃষ্টি হয়৷ শেষে রাতে সংবাদসংস্থা এএনআই সি কে খান্নাকে উদ্ধৃত করে শাস্ত্রীর কোচ হওয়ার কথা জানায়৷ এরপরেই বোর্ডের তরফ থেকে সরকারিভাবে রবি শাস্ত্রীর কোচ হওয়ার কথা জানানো হয়৷ তবে এই ঘটনায় বোর্ডের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই৷ কেন একটি সিদ্ধান্ত নিতে এত অপেশাদারিত্ব? উঠছে সেই প্রশ্ন৷

The post আসন্ন বিশ্বকাপ পর্যন্ত বিরাটদের ‘হেডস্যার’ রবি শাস্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার