সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপক্ষ দলগুলোর ব্যাটার নয়। বরং বাইশ গজের যুদ্ধে ‘শত্রু’-কে খুঁজে বের করে সবার সামনে আনলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) । গত ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার (Australia) কাছে ৬ উইকেটে হেরে বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup 2023) খুইয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। কাপযুদ্ধের ফাইনালে হারের জন্য এক বিশেষ ব্যক্তিকেই দায়ী করলেন অভিজ্ঞ অফ স্পিনার। অবশ্য অনেকেই ইন্ট্রো পড়ে ভাবতেই পারেন ব্যাপারটা খুবই সিরিয়াস। তবে পুরো ব্যাপারটা মজার ছলেই ঘটেছে।
বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায় ভারতীয় দল। এর আগে সেই শত্রুকে সবার সামনে আনলেন অশ্বিন। সেই ভদ্রলোকের নাম ভেঙ্কটেশ। নিজের ইউ টিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন অশ্বিন। সেখানে তিনি বলেন, ‘আচ্ছা আপনাকে কী নামে ডাকব? পাপা না আর.ভেঙ্কটেশ? পাপা ভেঙ্কটেশই ভাল হবে। এই লোকটাই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সব থেকে বড় শত্রু। গত মাস পর্যন্ত উনি অস্ট্রেলিয়া দলের স্থানীয় ম্যানেজার ছিলেন। কেন আমাদের সঙ্গে আপনি এমন করলেন?’
[আরও পড়ুন: আইপিএল আশীর্বাদ না বিসিসিআইয়ের ঐতিহাসিক ভুল? কড়া জবাব দিলেন গম্ভীর]
সেই ভিডিওতে অশ্বিন ফের বলেন, ‘আপনি অস্ট্রেলিয়ার স্থানীয় ম্যানেজার ছিলেন। ওরা যেখানে গিয়েছে আপনার নাম নিয়েছে। আপনি সব ব্যবস্থা করে দিয়েছেন। এখন আবার আপনি ভারত এ দলের সঙ্গে এসেছেন। কেমন অভিজ্ঞতা হচ্ছে?’ অবশ্য চুপ করে থাকেননি ভেঙ্কটেশ। তিনিও পালটা জবাব দেন, ‘অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকার সময় আমি যে কাজ করছিলাম, এখানেও সেই কাজ করছি। তবে এখন অনেক পরিচিত মুখের সঙ্গে কাজ করতে পারছি। এটাই তফাৎ।’
আর কয়েক ঘণ্টা পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সুনীল গাভাসকরের মতে সেঞ্চুরিয়ানের বাইশ গজে প্রোটিয়া বধ করতে হলে রবীন্দ্র জাদেজার সঙ্গে অশ্বিনকেও খেলিয়ে দেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হল রোহিত শর্মা কি গাভাসকরের বার্তা মেনে নেবেন? সেটাই দেখার।