shono
Advertisement

দুর্ঘটনার পর প্রথমবার ব্যাট হাতে মাঠে পন্থ, ছক্কা হাঁকানোর ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

পন্থ একেবারে সেরে গিয়েছেন, ব্যাটিং দেখে আশা ক্রিকেটপ্রেমীদের।
Posted: 05:31 PM Aug 16, 2023Updated: 05:31 PM Aug 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরে প্রথমবার খেলতে নামলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। স্বাধীনতা দিবসেই একটি সংস্থার ম্যাচে খেলেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বড় শটও হাঁকান তিনি। পন্থের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত মাঠে উপস্থিত দর্শকরা। তাঁর ব্যাটিংয়ের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে পথ দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। তারপর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পরে এনসিএতে রিহ্যাব শুরু করেন তিনি।

Advertisement

মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করে দিল্লি ক্যাপিটালসের মালিক জেএসডব্লিউ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকেও সেই ম্যাচে খেলতে আমন্ত্রণ জানানো হয়। ডিসেম্বর মাসের পর আগস্ট মাসে প্রথমবার বাইশ গজে দেখা যায় তাঁকে। গ্লাভস-প্যাড পরে পন্থ মাঠে নামতেই চিৎকার করে হাততালি দিয়ে স্বাগত জানান দর্শকরা। আগের মতোই সাবলীল ভঙ্গিতে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন ঋষভ পন্থ।

[আরও পড়ুন: ব্যবহৃত হবে না ‘পতিতা’, ‘সতী’র মতো শব্দ, লিঙ্গবৈষম্য রুখতে নির্দেশিকা সুপ্রিম কোর্টে

নিমেষে ভাইরাল হয়ে যায় তরুণ উইকেটকিপার ব্যাটারের ভিডিও। একের পর এক শট হাঁকাতে থাকেন তিনি। আগের মতোই অনায়াসে বড় শটও মারেন। তবে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ে পন্থের একটি ডাউন দ্য গ্রাউন্ড শট। কারণ, গাড়ি দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পন্থের হাঁটু। কিন্তু বোলারের বিরুদ্ধে এগিয়ে এসে যেভাবে বড় শট হাঁকিয়েছেন, তাতে ক্রিকেটপ্রেমীদের আশা পন্থের হাঁটুর সমস্যা একেবারেই সেরে গিয়েছে।

প্রসঙ্গত, সোমবারই ভারতীয় দলের আরও দুই তারকা কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারের ব্যাটিং দেখতে গিয়েছিলেন পন্থ। সেই ছবি পোস্ট করতেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে, পন্থ কবে মাঠে ফিরবেন? পরের সিনই স্বমহিমায় দেখা দিলেন ঋষভ পন্থ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন তিনি, সে নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে।

[আরও পড়ুন: প্রেমে ‘কাঁটা’ প্রেমিকের ১১ বছরের ছেলে, খুন করে বক্স খাটে লুকিয়ে রাখল তরুণী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement