মাঠের মধ্যে প্রতিপক্ষ, ম্যাচ শেষ হলে বন্ধু। তখন ক্রিকেটীয় স্পিরিটেরই জয়। তারই উদাহরণ রাখলেন বিরাট কোহলি। ড্যারিল মিচেলের তাণ্ডবে নিউজিল্যান্ডের কাছে তৃতীয় ওয়ানডেতে হেরেছে ভারত। সিরিজও হাতছাড়া হয়েছে। সেঞ্চুরি করেও শেষরক্ষা করতে পারেননি বিরাট কোহলি। ম্যাচের পর মিচেলকে জার্সি উপহার দিয়ে স্পোর্টসম্যানশিপের পরিচয় দিলেন 'কিং'।
আজও ভারতীয় ক্রিকেটের একক যোদ্ধা কোহলি। রবিবার ১০৮ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। কিন্তু কারও সঙ্গ পাননি। অন্যদিকে এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে আছেন মিচেল। ইন্দোরে তৃতীয় ওয়ানডেতে ১৩১ বলে ১৩৭ রান করে যান। গ্লেন ফিলিপস ৮৮ বলে ১০৬ রান করেন। দুই কিউয়ি ব্যাটারের দাপটে এই প্রথমবার ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড।
ম্যাচ ও সিরিজের সেরা হয়েছেন মিচেল। নিউজিল্যান্ডের ইনিংসে মিচেল আউট হওয়ার পর মজা করে কোহলি তাঁকে 'ঘাড়ধাক্কা' দিয়ে বের করেন। আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় দেখা যায়, কিউয়ি তারকাকে কোহলি জার্সি উপহার দিচ্ছেন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। নেটিজেনরা কোহলির প্রশংসা করে বলছেন, 'এটাই কিংসুলভ আচরণ।' অনেকের বক্তব্য, 'ম্যাচ হয়তো জেতাতে পারেননি, কিন্তু মন জিতে নিয়েছেন।'
আরেকটি বিষয় হল, ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে কোহলি। আর দ্বিতীয় স্থানে মিচেল। এই সিরিজে মোট ৩৫২ রান করেছেন কিউয়ি ব্যাটার। গড় ১৭৬, স্ট্রাইক রেট ১১০.৩৪। র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠে এলে সরিয়ে দেবেন কোহলিকেই। তারপরও কিন্তু প্রতিপক্ষকে সম্মান করতে জানেন। জার্সি উপহার দিয়ে সেটারই প্রমাণ দিলেন 'কিং'।
