shono
Advertisement

আইপিএলে ছেলের অভিষেক নিয়ে মুখ খুললেন শচীন, অর্জুনকে বিশেষ বার্তা শাহরুখেরও

শচীন তেণ্ডুলকরের জন্যও এ মুহূর্ত অত্যন্ত আবেগঘন। তাঁর টুইটেই তা স্পষ্ট।
Posted: 04:31 PM Apr 17, 2023Updated: 04:31 PM Apr 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সাল মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত। তবে ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে চাপিয়ে ম্যাচে নামার সুযোগ হল তৃতীয় মরশুমে। স্বপ্নপূরণ হল অর্জুন তেণ্ডুলকরের। একই সঙ্গে তিনি স্বপ্নপূরণ করলেন তাঁর বাবা ও পরিবারের। শচীন তেণ্ডুলকরের জন্যও এ মুহূর্ত অত্যন্ত আবেগঘন। তাঁর টুইটেই তা স্পষ্ট।

Advertisement

কেকেআরের বিরুদ্ধে পাঁচবারের চ্যাম্পিয়ন দলের হয়ে দু’ওভার বল করেন অর্জুন। ম্যাচ শেষে শচীন (Sachin Tendulkar) ছেলের উদ্দেশ টুইটারে লেখেন, “অর্জুন, ক্রিকেটার হিসেবে তুমি আজ আরও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলে। তোমার বাবা হিসেবে আশা করি, ক্রিকেটকে তার যথাযোগ্য সম্মান তুমি দেবে। তবেই ক্রিকেট তোমায় তা ফিরিয়ে দেব। এই উচ্চতায় পৌঁছনোর জন্য তুমি অনেক পরিশ্রম করেছ। আমি নিশ্চিত আগামী দিনেও করবে। একটা সুন্দর সফরের সূচনা ঘটল। অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।”

[আরও পড়ুন: মিটছে না তিক্ততা, এবার ইনস্টাগ্রামে সৌরভকে ‘আনফলো’ করলেন বিরাট!]

শচীন আরও জানান, এটা তাঁর কাছে একেবারে নতুন অভিজ্ঞতা। কারণ এর আগে কখনও অর্জুনের (Arjun Tendulkar) খেলা দেখেননি তিনি। মাস্টার ব্লাস্টার বলেন, “আমি ড্রেসিংরুমেই ছিলাম। চাইনি যে ওর মনোসংযোগে ব্যাঘাত ঘটুক। তাই বড় স্ক্রিনেই ওর খেলা দেখছিলাম। তারপর মনে হল, সত্যিই শেষমেশ ওর খেলা দেখছি!” আবেগঘন শচীন জানান, ২০০৮ সালে প্রথমবার তিনি এই দলের হয়ে খেলেছিলেন। আর একই দলের হয়ে প্রায় ১৫ বছর পর খেলছে ছেলে। এমন অনুভূতি যেন ভাষায় প্রকাশ করা যায় না।

অর্জুনের অভিষেকে উচ্ছ্বসিত শাহরুখ খানও। মুম্বইয়ের কাছে তাঁর দল পরাস্ত হয়েছে। কিন্তু তাতে কী? বন্ধু শচীনের ছেলেকে প্রথমবার আইপিএলে খেলতে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বলিউড বাদশাও। আগামী দিনের জন্য তাঁকে শুভেচ্ছাও জানান শাহরুখ।

[আরও পড়ুন: জাল আধার কার্ডে ছয়লাপ দুই ২৪ পরগনা! ‘বিদেশি’ খুঁজতে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের, ক্ষুব্ধ মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement