shono
Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেই বাদ সঞ্জু স্যামসন, কে খেলবেন তাঁর জায়গায়?

আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত।
Posted: 10:15 AM Jan 05, 2023Updated: 10:15 AM Jan 05, 2023

স্টাফ রিপোর্টার: চোট-আঘাত সমস‌্যা যেন কিছুতেই মিটছে না ভারতীয় দলের। জশপ্রীত বুমরাহ বেশ কয়েক মাস চোটের জন‌্য বাইরে থাকার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে’তে ফিরছেন। রোহিত শর্মাও (Rohit Sharma) বাংলাদেশ সফরে চোট পেয়েছিলেন। এবার চোটের জন‌্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন সঞ্জু স্যামসন। প্রথম টি-টোয়েন্টিতে একটা ক‌্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট পান সঞ্জু। যার ফলে তিনি টিমের সঙ্গে পুণে যাননি। মুম্বইয়ে থেকেই গিয়েছেন। সেখানেই তাঁর স্ক‌্যান করা হয়। সঞ্জুর বদলে স্কোয়াডে ডাকা হল তরুণ জীতেশ শর্মাকে (Jitesh Sharma)।

Advertisement

সঞ্জুর জায়াগয়া রাহুল ত্রিপাঠীকে (Rahul Tripathi) খেলানো হতে পারে। এর বাইরে দলে মনে হয় না খুব একটা বদল হবে। শুভমান গিলকে (Subhman Gill) নিয়ে একটু আলোচনা হচ্ছে। আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট একদমই আহামরি নয় গিলের। তবে এই সিরিজে ওপেনিং স্লটে কোনও পরিবর্তন হবে না। গিল আর ঈশান কিষানই ওপেন করবেন। পেস অ‌্যাটাকও একই থাকবে।

[আরও পড়ুন: ঝুঁকি নিয়ে শেষ ওভার অক্ষরকে বোলিং দিলেন কেন? মুখ খুললেন ‘ঠাণ্ডা মাথার’ হার্দিক]

শিবম মাভি দুরন্ত বোলিং করেছেন। সেই ফর্মটা পুণেতেও ধরে রাখতে চান। ম‌্যাচের পর তরুণ ভারতীয় পেসার বলেছেন, ‘‘অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের খেলার পর ছয় বছর অপেক্ষা করেছি। তারপর জাতীয় দলে সুযোগ পেলাম। ওই ছয় বছরে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তার মধ‌্যে চোট-আঘাত সমস‌্যা ছিল। একটা সময় মনে হয়েছিল, আমার স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে। তবে আশা ছাড়িনি। আইপিএলে (IPL 2022) খেলার জন‌্য নার্ভাসনেসটা একটু কম ছিল। আমি ঠিক করেই নিয়েছিলাম, পাওয়ার প্লে’তে ওদের অ‌্যাটাক করব।’’

[আরও পড়ুন: দিল্লি নয়, মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে পন্থকে, চিকিৎসার প্রয়োজনে যেতে পারেন বিদেশেও!]

পুণেতে নামার আগে ভারতীয় সমর্থকদের আশ্বস্ত করেছেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। মুম্বইয়ে নিজের একটা ওভার বাকি থাকা সত্ত্বেও শেষ ওভার অক্ষর প‌্যাটেলকে দিয়ে করানোর পর একটা মৃদু গুঞ্জন শুরু হয়ে যায়। তাহলে কি হার্দিকের আবার চোট লাগল? না হলে শেষ ওভার কেন করবেন না তিনি! ভারতীয় তারকা অলরাউন্ডার বলে দেন, ‘‘না, না সেরকম কিছুই নয়। ওটা ক্র্যাম্প ছিল। বুঝতে পারি, আমি চোট-সংক্রান্ত ব‌্যাপার নিয়ে সবাইকে এখন ভয় পাইয়ে দিই। তবে একটা জিনিস খেয়াল করবেন, যতক্ষণ আমি হাসছি, ততক্ষণ বুঝবেন সব ঠিক আছে। আসলে ম‌্যাচের আগের দিন দিন ঠিকঠাক ঘুম হয়নি। খুব বেশি জল খাওয়া হয়নি। তাই ক্র্যাম্প হয়েছিল।’’

আজ টিভিতে
ভারত বনাম শ্রীলঙ্কা
দ্বিতীয় টি-টোয়েন্টি, পুণে
সন্ধে ৭.০০ স্টার স্পোর্টস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement