shono
Advertisement

ভারতের বিরুদ্ধে নামার আগে শাকিবের চোট, হাসপাতালে বাংলাদেশ অধিনায়ক

ভারতের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে আসেননি শাকিব।
Posted: 02:50 PM Dec 13, 2022Updated: 02:53 PM Dec 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ধাক্কা খেল বাংলাদেশ (India vs Bangladesh)। সিরিজের প্রথম টেস্টের আগের দিনই হাসপাতালে নিয়ে যেতে হল টাইগারদের অধিনায়ক শাকিব-আল-হাসানকে (Shakib-Al-Hassan)। জানা গিয়েছে, ওয়ানডে সিরিজ চলাকালীন পিঠে চোট লেগেছিল অধিনায়কের। এখনও সারেনি সেই আঘাত। টেস্ট শুরুর আগে সেই চোট আবারও ভোগাচ্ছে শাকিবকে। তাই হাসপাতালে নিয়ে গিয়ে বাংলাদেশের অধিনায়কের চোট পরীক্ষা করা হচ্ছে।

Advertisement

বুধবার চট্টগ্রামে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন বাংলাদেশের সব ক্রিকেটার প্র্যাকটিসে এলেও শাকিবকে দেখা যায়নি। তারপরেই জানা যায়, স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শাকিবকে। দ্বিতীয় ওয়ানডেতে উমরান মালিকের বলে পিঠে আঘাত পেয়েছিলেন বাংলাদেশের অলরাউণ্ডার। চোট সামলেই পরের ম্যাচে খেলতে নেমেছিলেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছিলেন সেই ম্যাচে।

[আরও পড়ুন: মেসিদের বিরুদ্ধে নামার আগে ক্রোয়েশিয়াকে ভাবাচ্ছে ক্লান্তি, টিমকে সতর্ক করলেন মদ্রিচ]

সূত্র মারফত জানা গিয়েছে, পিঠের চোটের কারণেই টেস্ট সিরিজের আগে মাঠেই নামেননি শাকিব। তরতাজা হয়েই ভারতের বিরুদ্ধে খেলবেন তিনি। কিন্তু সিরিজ শুরুর আগের দিনই চোটের অবস্থা খতিয়ে দেখতে স্ক্যান করতে হয় শাকিবকে। তাঁকে নিয়ে উদ্বেগ ছড়ায় বাংলাদেশ শিবিরে। তবে অনুমান করা যাচ্ছে, হয়তো ছিটকে যাবেন না শাকিব। মাঠে নেমে খেলার মতো পরিস্থিতি রয়েছে তাঁর।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ছিনিয়ে নেন টাইগাররা। শেষ ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়ে বিশাল ব্যবধানে জয় পায় ভারত। সেই সিরিজে সর্বোচ্চ উইকেট পান শাকিব। প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে ভেঙে দিয়েছিলেন তিনি। টেস্ট সিরিজে তাঁর কাঁধেই রয়েছে ক্যাপটেন্সির দায়িত্ব। ভারতের বিরুদ্ধে ব্যাটে-বলে জ্বলে উঠবেন শাকিব, সেই আশাতেই বুক বাঁধছেন টাইগার সমর্থকরা। 

[আরও পড়ুন: বিশ্বকাপের পরই কি অবসর মেসির? মুখ খুললেন আর্জেন্টিনা কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement